171898

পরিচিত হন ভারতের পক্ষী মানবের সঙ্গে (ভিডিও)

সারা পৃথিবী জুড়ে অপরাধ, অসহিষ্ণুতার মত ঘটনা ঘটে চললেও এমন কিছূ কিছু ঘটনা আছে যা আমাদের বিশ্বাস করতে শেখায় মানবিকতা, ভালোবাসা এখনও পৃথিবী থেকে হারিয়ে যায়নি। এমনই এক মানবিকতার আদর্শ নিদর্শন হলেন চেন্নাইয়ের জোসেফ সেকর। ক্যামেরা সারানো তাঁর পেশা। আর ভালোবাসা হল এই বন্য পাখি গুলির প্রতিদিনের খাবার সুনিশ্চিত করা। তাঁর জীবনের এই পরিবর্তন আসে ২০০৪ সালের সুনামির পর। আজ সেই পাখির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজারে। একটি দুটি নয় প্রায় ৪ হাজার পাখির প্রতিদিনের খাদ্যের যোগান দেন তিনি।

তাঁর দিন শুরু হয় ভোর ৪:৩০ নাগাদ, পাখি বন্ধুদের জন্য খাবার তৈরি দিয়ে। প্রতিদিন প্রায় ৬০ কেজি চাল বরাদ্দ থাকে এই পাখি গুলির জন্য। নিজের আয়ের ৪০ শতাংশ পাখিদের খাবারের জোগানে ব্যায় করেন। খুবই সাধারন জীবন যাপন করা এই মানুষটি মানবিকতা এবং বন্য প্রাণী সংরক্ষণের একটি উৎকৃষ্ট উদাহরণ।

পাঠকের মতামত

Comments are closed.