171818

বিয়ের না হলে এই প্রতিবেদনটি পড়ে দেখুন

যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আর এই প্রতিবেদনে আপনার কোনো লাভ নেই। কিন্তু বিয়ে না করলে, আপনি সেখানে গিয়ে দেখে এসে ভেব দেখতেই পারেন সেখানেই আপনি বিয়ে করবেন কিনা। কারন যে যায়গার কথা আমরা বলছি সেই যায়গাতে শুধু ৩০০০ জন প্রেমিক প্রেমিকা সারা বছরে খালি বিয়ে করতে যান।

বলা হচ্ছে, সাইপ্রাসের কথা। এখানে বেশিরভাগ ইজরায়েল এবং লেবাননের মানুষই যান বিয়ে করতে! কারণ, লেবানন এবং ইজারায়েলের মতো দেশগুলোতে বিয়ে করাটা একটা ঝক্কির ব্যাপার। দেশের আইনেও সামাজিক বিয়ে নিয়ে রয়েছে অনেক সমস্যা। তাই এই দুই দেশের বেশিরভাগ প্রেমিক প্রেমিকাই বিয়ে করতে চলে যান সাইপ্রাসে। সেখানে বিয়ের জন্য সময় লাগে মাত্র মিনিট ১৫। আর খরচ নাকি এক্কেবারে কম। তাই শুধু ওই দুই দেশের হবু বর-বউরাই নন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রেমিক-প্রেমিকারা বিয়ের জন্য পাড়ি দিচ্ছেন সাইপ্রাসেই। বিদেশি বিয়ে বলে কথা!

পাঠকের মতামত

Comments are closed.