171800

ছবিটি কার? পিশাচ না দেবদূতের? তোলপাড় স্যোশাল মিডিয়া

বছরের শুরুতেই একটি ছবি তোলপাড় করে তুলেছে স্যোশাল মিডিয়া। ছবিটি কোনো পিশাচের? নাকি শুধু ফোটোশপের কারসাজি?

অ্যারিজোনার তাসকনের বাসিন্দা রিচার্ড। বছরের প্রথম দিনে ৭:৪৮ মিটিনে তিনি স্যোশাল মিডিয়াতে একটি বিশাল মানবাকৃতি প্রাণীর ছবি আপলোড করেন। এরপরেই শুরু হয়ে যায় তুলকালাম। ছবিটি সম্পর্কে কোনো তথ্য দেওয়া ছিল না।

ছবিটিতে দেখা যাচ্ছে অন্ধকার রাস্তাতে বিশালায়তন এক মানবাকৃতির বস্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। যার কাঁধে আবার ডানা জাতীয় কিছু একটা রয়েছে। ছবিটি কোথা থেকে পেয়েছেন তা নিয়ে কিছুই লেখননি তিনি।

স্যোশার মিডিয়াতে পোস্ট হওয়ার পর এই ছবিটি ভাইরাল হয়ে যায়। প্রায় কয়েকদিনের মধ্যেই ৮০ হাজার শেয়ার হয় ছবিটি। ছবিটির লাইক সংখ্যা ছাড়িয়েছে কয়েক লক্ষ।

অনেকে ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফটোশপ বলেও উড়িয়ে দিচ্ছেন অনেকে। কিন্তু আবার একাংশ মনে করছেন এটি পিশাচ বা উড়ন্ত মানব। অনেকে এটিকে দেবদূতও বলছেন।

পাঠকের মতামত

Comments are closed.