171781

চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন লিপবাম

শীতকালের অন্যতম সমস্যা হল ঠোঁট ফাটা। লিপবামের দ্বারা এই সমস্যা এড়ানো যায়। কিন্তু বাজার চলতি লিপবামের দ্বারা সময়িক ভাবে ঠোঁট ফাটা ঢাকা গেলেও, এই সব সিন্থেটিক লিপবাম থেকে ঠোঁট বেশি শুকিয়ে যেতে পারে। তাই বাড়িতেই প্রাকৃতিক উপাদানের সাহায্যেই বানিয়ে নিন লিপবাম।

বাড়িতে লিপবাম তৈরি করতে কি কি লাগবে?

১/৮ কাপ নারকেল তেল
১/৪ বীজ ওয়াক্স
১/৮ শিয়া বাটার
১ চা চামল ভ্যানিলা এক্সট্র্যাক্ট
১/৪ কাপ গোলাপ পাপড়ি অথবা যে কোনো পচন্দসই হার্বস্ (শুকনো, ফ্রেস বা ড্রায়েড)
১ চা চামচ আমন্ড অয়েল

কিভাবে বানাবেন?

সমস্ত উপাদানগুলি একটি ছোট সসপ্যানে নিয়ে কম আঁচে নাড়াতে নাড়াতে ভালো ভাবে গলিয়ে মিশিয়ে ফেলুন যতক্ষণ না ক্রিমি হয়ে যাচ্ছে। এরপর একটি কাঁচের জারে ভরে এটিকে রেখে দিন। ব্যাস তৈরি আপনার লিপবাম।

পাঠকের মতামত

Comments are closed.