171745

কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল ব্যবহার করেই সারিয়ে তুলুন ডার্ক সার্কেল

ডার্ক-সার্কেল লুকানো বা ঢাকা এক প্রকার অসম্ভব। যদি আপনি নো-মেকআপ পার্সন হন, তাহলে ডার্ক-সার্কেল দুঃস্বপ্ন বৈ কিছু নয়। অপার্যাপ্ত ঘুম, স্ট্রেস, অস্বাস্থ্যকর খাদ্যাভাস, ত্বকের প্রতি অযত্ন, এই সব কিছুই হতে পারে ডার্ক সার্কেলের কারন। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার হাজার একটা উপায় বাজারে পাওয়া গেলে্ও তার বেশীরভাগটাই অনেক সময় কার্যকরী হয় না।

ক্যাস্টর অয়েল; এই অতি সাধারন ঘরোয়া উপাদানের দ্বারা ডার্ক সার্কেল অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব। ক্যাস্টর অয়েলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফ্যাটি অ্যাসিড, কোল্যাজিন, ইলাস্টিন, অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ভাইরাল উপাদান ডার্ক সার্কেল নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের তলার বলিরেখা কমায়।

ব্যবহার বিধি-
প্রত্যেকদিন রাতে আঙুলের ডগায় কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়ে দুটি আঙুল দিয়ে কিছুক্ষণ ঘষে গরম করে চোখের তলায় লাগিয়ে এক থেকে দুই মিনিট ম্যাসাজ করে সারারাত রেখে দিতে হবে। বেশ কিছু দিনের ব্যবহারেই ফল পাওয়া যাবে।

পাঠকের মতামত

Comments are closed.