171774

কালো টাকা, সাদা টাকা, নোটবাতিল নিয়ে টলিউডের নতুন ছবি

বাংলা তথা ভারতীয় রাজনীতিতে এই সময়টা খুবই টালমাটাল। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নোটবাতিলের আনুষঙ্গিক হিসেবে এসেছিল কালো টাকা-সাদা টাকার প্রসঙ্গ। এখনও পর্যন্ত নোটবাতিলের জের কাটেনি, তার মধ্যেই রোজ ভ্যালি কাণ্ডে সরগরম বাংলার রাজনীতি এবং বিনোদন জগৎ। তারকা রাজনীতিকের গ্রেফতার, দুই রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং চিট ফান্ডের টাকার টলিউড কানেকশন নিয়ে যখন সরগরম এরাজ্যের হাওয়া, ঠিক তখনই শ্যুটিং ফ্লোরে গেল বাংলা ছবি ‘ছকবাজ’।

পরিচালক ঋতব্রত ভট্টাচার্যের এই নতুন ছবির নামটাই খুব ইঙ্গিতপূর্ণ। ছবির গল্প এমন একজন ছকবাজকে নিয়ে যে এই বিশেষ দক্ষতাটিকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। ছবি প্রসঙ্গে পরিচালক জানালেন, ‘‘আমাদের চতুর্দিকে তো বিভিন্ন ধরনের ছক চলে। সেগুলো হয়তো সব সময় চোখে পড়ে না কিন্তু তার পরবর্তী প্রতিক্রিয়া বা ঘটনাক্রম আমাদের চোখে পড়ে। এরকম ছক ক্রীড়াক্ষেত্রে হতে পারে বা রাজনীতিতে হতে পারে বা ব্যবসা-বাণিজ্যে। এমন নানান ছকের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ছবির প্রধান চরিত্র ঘনশ্যাম। সে নানাবিধ ছকের ছাল বুনতে বুনতে এক সময় নিজেই সেই ছকের জালে জড়িয়ে পড়ে। তার মনে অনেক প্রশ্ন জাগে, তার মনে হয় তবে কি আমি ঠিক করছি? কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। কাহিনির মূল প্রতিপাদ্য বিষয় এটাই। এটা একেবারেই দমফাটা হাসির ছবি, কেউ ডার্ক কমেডি বা সিরিওকমেডিও বলতে পারেন।’

ছবির মূল প্রোটাগনিস্ট ঘনশ্যামের ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ বন্দ্যোপাধ্যায়, মুমতাজ সরকার, অম্বরীশ ভট্টাচার্য, অপূর্ব রায় ও অন্যান্যরা। সমসময়ের বিভিন্ন ছকবাজির প্রসঙ্গের পাশাপাশি কালো টাকা-সাদা টাকার বিষয়টিও ছবির গল্পের একটি বড় অংশ জুড়ে রয়েছে এবং সেখানে উঠে এসেছে হালফিলের নোটবাতিলের বিষয়টিও। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে পুরনো নোট ও নতুন নোট নিয়ে যে সমস্ত ছকবাজি সমাজের বিভিন্ন স্তরে চলেছে এবং প্রকারান্তরে এখনও চলছে, তার কিছুটা এই ছবির চিত্রনাট্যেও ঠাঁই পেয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.