171718

শপিংয়ের সময় মোবাইলে কথা বললে কি হয় জানুন

মোবাইল এখন আর মানুষখে ছাড়ে না। এটার থেকে বলা ভালো এখন আর কোনো মানুষই মোবাইল ছাড়েতেই চান না। তার উপর বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানি এত টক টাইম অফার দেয়, যে ওই লোভনীয় টক টাইমটাও নিতে হয়। আর ফোনে যদি টক টাইম থাকেই, তাহলে আর প্রিয়জনের সঙ্গে কথা বলা বন্ধ হবে কেন? তাই কাজ করতে করতেই প্রিয়জনের সঙ্গে অনর্গল কথা বলে যাওয়া।

এই বিষয়েই এবার সতর্ক করছেন গবেষকরা। তাঁরা বলছেন, অন্য যা কিছু করুন করুন। কিন্তু শপিংয়ের সময় মোবাইল ফোনে কথা বলতে থাকলে আপনার শপিং মোটেই ভালো হবে না। আপনি হয় ঠকবেন। অথবা দরকারি জিনিস কিনতে ভুল করবেন। মোদ্দা কথা, এমনি সময়ে আপনি যেমন শপিং করে থাকেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে আপনি কিছুতেই সেরকম শপিং করতে পারবেন না। তাই, এবার থেকে মেনে চলুন কথাটা।

পাঠকের মতামত

Comments are closed.