171724

এটাই কি ক্যামেরায় তোলা একবারে পারফেক্ট ছবি?

পারফেক্ট শট। আসতে সময় লেগেছে ৬ বছর। এর মধ্যে তিনি তুলেছেন ৭ লক্ষ ২০ হাজার ছবি। ম্যাক ফাদায়েন নামের এক স্কটিস ফোটোগ্রাফার। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি তাঁর শখ। তার চেয়েও এশি শখ ছিল একটা এই ধরনের ছবি তোলা। এই ছবিটির জন্য তিনি অপেক্ষা করেছেন ৬ বছর। ৪ হাজার ২০০ ঘন্টা তিনি এই ছবি তোলার জন্য বসেছিলেন। তার পরেই তাঁর লেন্সে উঠে এল এই ছবিটি।

জলে ডুব দিয়ে মাছ ধরছে মাছরাঙা। সেই ‘ডুব’ দেওয়ার ছবিটাই তুলতে চেয়েছিলেন অ্যালান। অবশেষে অনেক চেষ্টা ও ধৈর্যের পর শেষমেশ সাফল্য। দাদুর সঙ্গে ঘুরতে ঘুরতে ৪০ বছর আগে দেখেছিলেন মাছরাঙাকে ডুব দিতে। আর সেই ছবিটাই ধরা ছিল মনের মধ্যে। তারপর শুরু খোঁজ খোঁজ। দিনে পাঁচবার করে জলে ঝাঁপ দেয় মাছরাঙা। আর প্রতিদিনই সেরকম পাঁচটা করে শট তুলেছেন অ্যালান।

পাঠকের মতামত

Comments are closed.