171588

রাজমা শুধু সুস্বাদুই নয়, সুস্বাস্থ্যও বজায় রাখে

সাধারনত লোকে রাতেই রাজমা খেতে পছন্দ করেন। কিন্তু বিশেষজ্ঞতের মতে এটাকে যদি দিনে খাওয়া যায় তাহলে আপনার শরীরে অনেক ফায়দা পাওয়া যায়। কারন এটাকে পচানো খুবই মুশকিল।

-রাজমাতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুলকে কালো এবং ঘন রাখতে সাহায্য করে।

-এতে ক্যালশিয়াম, ম্যাঙ্গানিজও থাকে যার ফলে হাড়ও মজবুত থাকে।

-রাজমাতে ফাইবারের মাত্রা খুবই বেশি পরিমানে থাখে যেটা ডাইজেশন ইম্প্রুভ করতে সাহায্য করে।

-এতে ম্যাগনেশিয়াম থাকে যার মলে হার্টের অসুস্থতা থেকে বাঁচা যায়।

-রাজমাতে ভিটামিন কে থাকে যেচা নার্ভস সিস্টেমকে বুস্ট করে। এটা খেলে মাথার শক্তিও বাড়ে।

-এটা খেলে শরীরের টস্কিন্স দূর হয়ে যায় এবং স্কিনে একটা জেল্লা আসে।

-এটা খেলে ব্লাড সুগার লেবেল কন্ট্রোলে থাকে। এবং ডায়াবেটিস থেকে দূরে থাকা যায়।

-রাজমাতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার থেকে বাঁচাতে সাহায্য করে।

 

 

পাঠকের মতামত

Comments are closed.