171561

চুল গজাতে পিঁয়াজের উপকারিতা জেনে নিন, কয়েকটি স্টেপ ফলো করে আপনিও ফিরে পান নিজের চুল

আপনার চুল পড়ে যাচ্ছে? অনেক কিছুই লাগিয়েছেন কিন্তু কোনো কাজই হচ্ছে না। যদি এরকমই হয়ে থাকে তাহলে আজ আমরা আপনাকে অনিয়ন জুস মাস্কের বিষয়ে বলব।

পিঁয়াজে অনেক ধরনের অ্যান্টি ব্যাক্টিরিয়াল গুণ থাকে, যার ফলে সাদা চুলও কালো হয়ে যায়। পিঁয়াজ সম্মন্ধিত কিছু স্টেপ ফলো করে আপনি টাক থেকে রেহাই পেতে পারেন।

স্টেপ ১ : পিঁয়াজের ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিন। এরপর ব্লেন্ডারে ভালো করে বেটে নিন। এবার ভালো করে ছেঁকে জলটি বের করে নিন।

স্টেপ ২: এবার দুই বড় চামচ নারকেল তেল একটি প্যানে গরম করুন। নারকেল তেলে লাউরিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড নতুন চুল বেরতে সাহায্য করে।

স্টেপ ৩ : এবার ১ চামচ অলিভ অয়েল মেশান এবং দু মিনিট হালকা আঁচে বসিয়ে গরম করুন। এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। অলিব অয়েল ময়েশ্চার এটি চুলের নরম ভাব বজায় রাখে।

স্টেপ ৪ : এবার ওই তেলটি পিঁয়াজের রসটি মেশান। সঙ্গে লেবুর রস মেশান। এরফলে পিঁয়াজের গন্ধ আসবে না। লেবুতে থাকা ভিটামিন সি চুলের চমক ফিরিয়ে আনবে এবং চুল আরও ঘন করবে।

স্টেপ ৫ : এরপর আপনার চুল ভালো করে আঁচড়ে নিন যাতে কোনো গাঁট না থাকে।

স্টেপ ৬ : এবার এই মিশ্রনটি নিজের চুলে ভালো করে আঙুল দিয়ে লাগান। এবং ৫ মিনিট ধরে মাসাজ করুন ধিরে ধিরে।

স্টেপ ৭ : এই মিশ্রণটি মাথায় রাখুন ৪৫ মিনিট। এরপর অর্গানিক শ্যাম্পু দিয়ে নিজের চুল ধুয়ে ফেলুন।

পাঠকের মতামত

Comments are closed.