171490

শীতে ত্বক এবং গোড়ালি সুন্দর রাখতে মেনে চলুন কতগুলি টিপস

শীতকালে ত্বক ড্রাই হয়ে যাওয়া, ঠোঁট, গোড়ালি ফাটার মত সমস্যা খুবই সাধারন কথা। তাই এই ঋতুতে ত্বকের জন্য আলাদা কেয়ার নেওয়া দরকার পড়েই।

হিমালয়া ড্রাগ কোম্পানির প্রধান বৈজ্ঞানিক চন্দ্রিকা মহেন্দ্র ত্বককে কোমল আর সুন্দর রাখার চমৎকার একটি পরামশ দিয়েছেন।

– শীতে আপনার ত্বক শুকনো হয়ে যাওয়ায় বারবার ক্রিম বা তেল লাগাতে আপনার অসুবিধা হতে পারে। তাই ত্বকের ভেতরে পুষ্টি দেওয়া দরকার। কোকোয়া ব্যাটারে সমৃদ্ধ ময়েশ্চারাইজার প্রাকৃতিক ভাবে খুব ভালো মনে করা হয়। এটা সম্পূর্ণ একটি দিন আপনার ত্বকে মোলায়েম রাখার সঙ্গে ত্বককে পুষ্টিও দেবে।

– শীতে যদি আপনি বাইরে বেরন তাহলে আপনার স্কিনের রঙ বেশিই কালো হয়ে যায় অথা স্কিন খুব ড্রাই হয়ে যায় এবঙ যদি কোনো দাগ পড়ে যায় তাহলে আপনি মেকআপ করার আগে ভালো কোনো কোম্পানির ময়েশ্চারাইজার লাগান। এতে আপনার ত্বক নরম হবে এবং জেল্লা ফুটে বেরোবে।

– চেহারার দাগ সরানোর জন্য বা রঙ হালকা করার জন্যে আপনি লিকোরাইস যুক্ত দিনের বেলা লাগানো হোয়াইট কমপ্লেক্স ক্রিম লাগাতে পারেন। লিকোরাইস দাগ, বলিরেখা সরানোর সঙ্গে ত্বকের রঙ পরিষ্কার করার জন্যও সাহায্য করে।

– ঠোঁটকে নরম রাখার জন্য আপনি ভ্যানিলা, লিচু, স্ট্রবেরি, পিচ, কোকোয়া ফ্রেবারের হার্বাল রেঞ্জের রিপ কেয়ার দ্রব্যের ব্যবহার করতে পারেন। এতে আপনার ঠোঁট মোলায়েম এবং সুন্দর থাকবে।

– শীতে গোড়ালি ফাটায় সবথেকে বেশি ব্যাথা অনুভব হয়। গোড়ালিতে ভালো কোম্পানির হার্বাল ক্রিম লাগিয়ে ম্যাসাজ করুন। মেথি, হলুদ, শাল গাছের ছালে অথবা মধু দেওয়া ফুটক্রিম লাগান এতে গোড়ালি ভালো থাকবে।

শীতে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।

পাঠকের মতামত

Comments are closed.