ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরার স্ক্রাব

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমরা কতো প্রসাধনীই না ব্যবহার করি। কিন্তু অনেকে ক্ষেত্রে সেটি ফলপ্রসূ হয় না। তবে আমাদের হাতের কাছেই এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যার মাধ্যমে ত্বক উজ্জ্বলতা বাড়ানো সম্ভব। এমনই একটি উপাদান অ্যালোভেরা। এই উপাদান দিয়ে তৈরি স্ক্রাবটি ত্বেকের উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকর।
যা যা লাগবে: ১ কাপ চিনি, ১/২ কাপ অ্যালোভেরার জেল ও ২ টেবিল চামচ লেবুর রস।
প্রণালী: কাঁচের জারে সব উপাদান একসাথে নিয়ে আলতো করে মিশান। তবে চিনি অন্যান্য উপাদান মিলেমিশে গলিয়ে ফেলবেন না। পারফেক্ট স্ক্রাব রেডি করতে আপনি চাইলে উপাদানের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।
ব্যবহার: স্ক্রাব রেডি হয়ে গেলে আপনি আপনার মুখের স্কিন ও বডিতে খুব হালকা করে এই হোমমেড স্ক্রাব দিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ এভাবে ম্যাসাজ করে এই স্ক্রাব মুখে অল্প সময় রেখে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করুন।

পাঠকের মতামত

Comments are closed.