সব ধরনের ত্বকের যত্নে কয়েকটি টকদই ফেস প্যাক

লাইফস্টাইল ডেস্ক : সৌন্দর্য পরিচর্যা হোক কিংবা সুস্বাস্থ্য পরিচর্যাই হোক না কেন, টকদই সবক্ষেত্রেই কার্যকরী। শুধুমাত্র টকদই ফেস প্যাক হিসেবে ত্বকে লাগিয়ে ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ত্বককে ফর্সা করে, দাগ দূর করে, ব্রণ নিরাময় করে ও রোদে পোড়া ভাব কমিয়ে ত্বকের সৌন্দর্য বজায় রাখে। তাছাড়া নিয়মিত প্রতিদিন সকালে ও বিকালে এক বাটি টকদই খেলে পেটের মেদ ও বাড়তি ওজন কমিয়ে ফেলা সম্ভব।
ঘরে বসে কিভাবে বানাবেন টকদই ফেস প্যাক:
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের টকদই পাওয়া যায়। তাছাড়া আপনি চাইলে ঘরে বসে বানিয়ে ব্যাবহার করতে পারেন। আসুন জেনে নেই, টকদইয়ের সঙ্গে আপনার হাতের কাছের কিছু উপকরণ মিশিয়ে কিভাবে বানাবেন এর ফেস প্যাক।

tok-doi-md20150621160403
ত্বক ফর্শা করতে টকদই ফেস প্যাক
এই প্যাকটি খুব সহজেই আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে দিবে। তাছাড়া ব্রণ ও অন্যান্য দাগ দূর করতেও এটি আপনাকে সাহায্য করবে। আপনার ত্বকের ধরন যেমনি হোক না কেন আপনি এই প্যাকটি ব্যাবহার করতে পারেন।

উপকরণ
তাজা লেবুর রস (১ চা চামচ)
মধু (আধা চা চামচ)
টকদই (১ চা চামচ)

পদ্ধতি
সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন করলে ভাল ফলাফল পাবেন।

উজ্জ্বলতা বৃদ্ধি ও দাগ হালকা করতে জাফরান (স্যাফরন) ও টকদইয়ের মাস্ক
ত্বকের রঙ উজ্জ্বল ও সোনালি আভা দিতে জাফরানের জুড়ি নেই। তাছাড়া বয়সের ছোপও দূর করে এটি। এটি খুব দুর্লভ হলেও, এর নিয়মিত ব্যাবহার আপনাকে অবাক করে দিবে।

উপকরণ
টকদই (১ টেবিল চামচ)
জাফরানের কেশর (৪-৬টি)
বেসন বা মুগ ডালের পেস্ট (১ চা চামচ)

পদ্ধতি
টকদই ও জাফরান একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন সারারাতের জন্য অথবা ৩-৪ ঘণ্টা রাখলেও হবে। দেখবেন খুব সুন্দর হলুদ বর্ণ ধারন করেছে। তারপর এর সঙ্গে বেসন মিশিয়ে মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য
এই প্যাকটি সবাই ব্যাবহার করতে পারবে। কিন্তু যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য এটি বেশ উপকারী। তাছাড়াও এটি ত্বকের পিগমেন্টেশন দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

উপকরণ
কমলার রস বা কমলার খোসার পেস্ট (১ চা চামচ)
টকদই (১ টেবিল চামচ)

পদ্ধতি
সব মিশিয়ে নিয়ে ত্বকে হালকা ম্যসাজ করে নিন। তারপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

হোয়াইটহেড, ছোট ব্রণ ও ত্বকের তৈলাক্ত ভাব দূর করে
এই একটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করে সজীবতা ফিরিয়ে আনে। গরমের দিনের জন্য এটি খুব রিলাক্সড একটি ফেস প্যাক। এটি ত্বককে ঠাণ্ডা রাখে ও ত্বকের নির্জীবতা দূর করে।

উপকরণ
পুদিনা পাতা (বাটা আধা চা চামচ)
টকদই (এক টেবিল চামচ)

পদ্ধতি
সব মিশিয়ে নিলে সবুজ বর্ণের ফেস প্যাক তৈরি হবে। এটি মুখে লাগিয়ে নিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের হোয়াইটহেড ও ছোট ছোট ব্রণ মিলিয়ে যাবে।

রোঁদে পোড়া ভাব কমাতে
আপনার ত্বক যেমনি হোকনা কেন, আপনি এই প্যাকটি ব্যাবহার করতে পারেন। তৈলাক্ত ও সেনসিটিভ ত্বকের জন্য এটি খুব উপকারী।

উপকরণ
টম্যাটোর রস (২ টেবিল চামচ)
টকদই (১ টেবিল চামচ)
মধু (১ চা চামচ)
আলুর রস (১ চা চামচ)

পদ্ধতি
সব উপকরন মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ও রোদে পোড়া ভাব কমিয়ে ফেলে।

পাঠকের মতামত

Comments are closed.