ধনী হওয়ার অনুপ্রেরণা ছিল যেমন

20141219161250-difference-between-successful-very-successful-peopleনিজের প্রচেষ্টায় ২৫ বছর বয়সের আগেই ধনী হওয়া ব্যক্তি শুধু ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গই নন। বিশ্বের বহু মানুষই অল্পবয়সে ধনী হয়েছেন। কিন্তু ঠিক কিভাবে তারা সফল হলেন? সম্প্রতি অনলাইনে এ অভিজ্ঞতার কথা জানিয়েছেন অল্পবয়সে সফল হওয়া বেশ কয়েকজন ব্যক্তি। এ লেখায় রয়েছে তাদের তেমন কয়েকটি অনুপ্রেরণার কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. শিক্ষকের প্রভাব
ক্লাসের স্বাভাবিক বিষয়গুলো যেমন পাঠদান গ্রহণ করা ও সেই অনুযায়ী অ্যাসাইনমেন্ট ও পরীক্ষা দেওয়ার মতো বিষয়েও বহু শিক্ষামূলক বিষয় রয়েছে। শিক্ষকদের প্রভাব এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে প্রভাবের কারণেও অনেকে ধনী হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন।
২. ব্যাংকে বিড়ম্বনা
ব্যাংকে অ্যাকাউন্ট খোলা কিংবা টাকা লেনদেনের অভিজ্ঞতা অনেকের পক্ষেই ভালো লাগে না। আর এটি অর্থ লেনদেনের বিকল্প ব্যবস্থা গড়ে তোলার অনুপ্রেরণা দিয়েছে একজন উদ্যোক্তাকে। আর এ অনুপ্রেরণাকে সফলভাবে কাজে লাগিয়েই তিনি অল্প বয়সেই ধনী হয়ে উঠেছেন।
৩. ব্যয় সংকোচ
ব্যয় নিয়ন্ত্রণ করে ধনী হয়ে ওঠা যায় না। কিন্তু আপনার প্রচুর আয় থাকলেও যদি সব অর্থ ব্যয় হয়ে যায় তাহলে আপনি ধনী হয়ে উঠতে পারবেন না। আয় ও ব্যয়ের মধ্যে একটি সমন্বয় রাখার বিষয়টি অনেক তরুণ আয়ত্ব করে নেন নানাভাবে। আর এটি তাদের ধনী হওয়ার পথে কাজে লাগে।
৪. সময়কে শত্রুজ্ঞান করা
সময় দ্রুত চলে যায়। এ কারণে সময়কে কাজে লাগানোর বিষয়ে তাগিদ অনুভব করেন অনেকেই। আর এ অনুপ্রেরণা থেকেই সময় ব্যয় করার বিষয়ে সচেতন হয়ে উঠেছেন অনেক তরুণ উদ্যোক্তা। এ কারণে দ্রুত সব কাজ করে অল্প বয়সে ধনী হয়ে উঠতে সক্ষম হয়েছেন তারা।
৫. গাড়িতেই নিজের ইমেজ নয়
অনেকেই গাড়িকে নিজের ইমেজ হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু এটি মোটেই সেভাবে ব্যবহার করা উচিত নয়। তার বদলে গাড়িকে একটি প্রয়োজনীয় বিষয় হিসেবেই ব্যবহার করা উচিত।
৬. বন্ধু বানানো
অসংখ্য বন্ধু বানানো হতে পারে ধনী হওয়ার অন্যতম অনুপ্রেরণা। বন্ধুদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বহু কঠিন কাজই সহজ হয়ে আসে। আর এ কাজটি থেকে বহু ব্যক্তিই উপকৃত হয়েছেন।

পাঠকের মতামত

Comments are closed.