রোমান্টিক সম্পর্কের সমস্যার মূলে সেলফি

বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজন, কখনও বা নিজের সঙ্গীকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে বা কোথাও ঘুরতে গেলে সেলফি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা এখন হালের চল হয়ে দাঁড়িয়েছে। আর ছবি শেয়ারে অনেকেই বেছে নেন অনলাইন মোবাইল অ্যাপ ইনস্টাগ্রাম। আর ইনস্টাগ্রামে পোস্ট করা ওই সেলফিগুলোই নাকি জটিলতা বাড়াতে পারে রোমান্টিক সম্পর্কে! ইনস্টাগ্রামে আপলোড করা সেলফি ভালোবাসার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে– এমনটাই ইঙ্গিত করছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের নতুন এক গবেষণা। গবেষকদের মতে, একজন মানুষ ইনস্টাগ্রামে যত বেশি সেলফি পোস্ট করবেন, তার রোমান্টিক সম্পর্কে বিবাদের আশঙ্কা ততই বাড়বে।01_Spring_Falgun_Basanta_Fine+Arts_130215_0020

গবেষণা প্রতিবেদনে প্রধান দুই লেখক জেসিকা রিজওয়ে আর রাসেল ক্লেটন ইনস্টাগ্রামে সেলফি পোস্ট করার পূর্বাভাস আর ফলাফল কী হয় তা নিয়ে গবেষণা চালান বলে জানিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)। ৪২০ জন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অংশগ্রহণে একটি জরিপ চালান গবেষকরা। অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৬২ বছরের মধ্যে । গবেষকদের মতে, যেসব ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজেদের সুন্দর দেহের অধিকারী মনে করেন, তারাই সবচেয়ে বেশি সেলফি পোস্ট করেন। ওই সেলফিগুলোর কারণে রোমান্টিক সম্পর্কে নেতিবাচক প্রভাব এড়াতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সেলফি পোস্ট করার হার নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

পাঠকের মতামত

Comments are closed.