ঘরে বসে ফাইভার থেকে আয় করুন প্রতিদিন $100+ ডলার !!!!!
বর্তমানে যারা অনলাইন থেকে আয় করেন ফাইবার শব্দটি তাদের অজানা নয়। যে সমস্ত ওয়েবসাইট থেকে অনলাইনে আয় করা যায় তার মধ্যে অন্যতম একটি ওয়েবসাইট হল www.fiverr.com। ওয়েবসাইট টি টেলি এভিভ নামে এক ব্যাক্তি পহেলা ফ্রেব্রুয়ারী 2010 সালে যাত্রা শুরু করেন। বর্তমানে একটি English Language, Spanish Language, French language, Dutch language, Portuguese Language এ পরিচালিত হচ্ছে।
দেখুনঃ 2023 সালে অনলাইনে আয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলো।
এই ওয়েবসাইট থেকে বর্তমানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সাররা বিভিন্ন কাজ করে ঘরে বসে ইনকাম করছে।
আপনি যদি একজন চাকরিজীবী বা ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি কাজের পাশাপাশি অথবা পড়ালেখার পাশাপাশি অবসর সময় কাজ করে এখান থেকে ঘরে বসে প্রতিদিন খুব ভালো পরিমাণে আয় করতে পারেন।
Fiverr থেকে কিভাবে আয় করা যায়
আপনি যদি Fiverr থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে Fiverr কটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার দক্ষতার আলোকে একটি Gig তৈরি করতে হবে। যখন কোন বায়ার সেই কাজটি করাতে ফাইবারে ঢুকবে কাজ করানোর জন্য, তখন আপনার দক্ষতা অনুযায়ী আপনার গিগ কি তাদের সামনে প্রদর্শিত হবে।
তখন তারা আপনাকে অর্ডার করবে। আপনি অর্ডার অনুযায়ী কাজ করে সে বায়ারকে ডেলিভারি দিবেন। ডেলিভারি দেয়ার সাথে সাথে মায়ের কাছে আপনার কাছে চলে যাবে। যখন বায়ার আপনার কাজটি বুঝে পাবে এবং বুঝে পাওয়ার পর আপনাকে রিপ্লাই করবে, তখন আপনার একাউন্টে সে কাজের পেমেন্ট জমা হয়ে যাবে।
Fiverr গিগ কাকে বলে ?
গিগ হলো আপনি যখন ফাইবারে কাজ করবেন আপনার দক্ষতা অনুযায়ী আপনার দক্ষতার একটি চার্ট বা একটি থামনিল ইমেজ আপলোড করতে হবে যেটা দেখে এবার বুঝবে যে আপনি এই কাজটি করেন। ফাইবারের ভাষায় এটাকে কি বলা হয়। উদাহরণস্বরূপ নিচে কয়েকটি গিগ এর ছবি আপলোড করা হলোঃ
কে পেমেন্ট করবে ?
ফাইবারে আপনি একাউন্ট করার পর আপনি আপনাকে যখন কোন বাইরে কোন কাজের অর্ডার দিবে এবং সে কাজটি আপনি করে বায়ারকে ডেলিভারি দিবেন ডেলিভারি দেয়ার পর বার যখন ফিডব্যাক দিবে সাথে সাথে আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে।
টাকাটা আসবে মূলত আপনি যার কাজ করেছেন তার অ্যাকাউন্ট থেকে ফাইবার একাউন্টে চলে আসবে, এবং ফাইবার একাউন্ট থেকে আপনার একাউন্টে আসবে এবং মাঝখানে ফাইবার অল্পকিছু কমিশন কেটে নেবে তাদের সার্ভিস চার্জ হিসেবে, এমনকি আপনার ইনকামের নিরাপত্তা হিসেবে বলতে পারেন।
Fiverr এর একাউন্ট তৈরি
এখন চলুন দেখা যাক কিভাবে আমরা ফাইবারে একটি অ্যাকাউন্ট তৈরি করব এবং সেখান থেকে টাকা ইনকাম করব। ফাইভার একাউন্ট তৈরি করতে প্রথমে আপনি এখানে ক্লিক করুন।