276295

রোগীর পেট থেকে বের হল ৩৯ ধাতব মুদ্রা, ৩৭ চুম্বক খণ্ড !!!!

ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসকেরা এক রোগীর শরীরে অস্ত্রোপচার করেন। বমি ও পেট ব্যাথার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সঙ্গে তার মানসিক সমস্যাও ছিল। অস্ত্রোপচারের সময় রোগীর পেট থেকে ৩৯টি ধাতব মুদ্রা (কয়েন) এবং ৩৭ খণ্ড চুম্বক বের করেছেন চিকিৎসকেরা। শরীরচর্চায় (বডি বিল্ডিং) জিংক খুব উপকারী এই ধারণা নিয়ে ওই ব্যক্তি ধাতব মুদ্রা ও চুম্বক গিলেছিলেন বলে জানা গেছে। ২৬ বছর বয়সী ওই ব্যক্তি বেশ কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সূত্র : এএনআই

লোকটি দিল্লির হাসপাতালের জরুরি বিভাগে আসলে ঘটনাটি জানাজানি হয়। এর আগে ওই ব্যক্তি টানা ২০ দিন বমি করছিলেন ও পেটের ব্যথায় ভুগছিলেন। তিনি কোনো কিছু খেতে পারছিলেন না। ওই রোগীর স্বজনেরা বলেন, কয়েক সপ্তাহ ধরে ওই ব্যক্তি ধাতব মুদ্রা ও চুম্বকখণ্ড খাচ্ছিলেন। তার মানসিক অসুস্থতা রয়েছে। সে জন্য চিকিৎসাও চলছিল।

রোগীর স্বজনেরা তার পেটের একটি এক্স–রে করান। এতে তার পেটে ধাতব মুদ্রা ও চুম্বক খণ্ডের মতো অস্বচ্ছ কিছু বস্তু দেখা যায়। পরে সিটি স্ক্যানে তার পেটে অনেক ধাতব মুদ্রা ও চুম্বকখণ্ড দেখা যায়। এতে তার অন্ত্র ঠিকমত কাজ করছিল না। এরপর দ্রুত অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়।

অস্ত্রোপচারের সময় ছোট অন্ত্রের মধ্যে দুটি আলাদা ছিদ্রে ধাতব মুদ্রা ও চুম্বকখণ্ড পাওয়া যায়। চুম্বকের আকর্ষণ দুটি ছিদ্রকে এক জায়গায় টেনে এনেছে। অন্ত্রগুলো খুলে ধাতব মুদ্রা ও চুম্বকখণ্ড বের করা হয়। রোগীর পুরো পেট পরীক্ষা–নিরীক্ষা করে আরও বেশ কিছু ধাতব মুদ্রা ও চুম্বকের খণ্ড পাওয়া যায়।

চিকিৎসকেরা বলছেন, পেট থেকে ১, ২ ও ৫ রুপির মোট ৩৯টি ধাতব মুদ্রা ও হার্ট, গুলি, তারাসহ নানা আকৃতির ৩৭ খণ্ড চুম্বক বের করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, রোগীর শরীরে সফল অস্ত্রোপচার করা হয়েছে এবং সাত দিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।

পাঠকের মতামত

Comments are closed.