276252

টয়লেট ক্লিনার থেকে একজন আই পি এস অফিসার হওয়ার গল্প

একজন আই পি এস হওয়ার গল্প। একজন অতি সাধারণ ছেলে মনোজ কুমার। তার সপ্ন এবং তার আশেপাশে থাকা মানুষের উৎসাহ পেয়ে হয়ে উঠেছেন একজন আই পি এস।

একজন মানুষের যখন স্বপ্ন থাকে তার আশেপাশের মানুষ যখন একটু উৎসাহ দেয় তখন পরিশ্রম আর পরিশ্রম মনে হয় না। মনোজ কুমারের দাদি, বাবা,মা, গ্রামের বন্ধু, পুলিশ অফিসার, মাঝপথে নতুন বন্ধু, টিচার, এবং তার প্রেমিকা প্রতিবার মনোজের ব্যার্থতাকে ভাগ করে নিয়েছে। এর ফলে রিস্টার্ট করতে পেরেছে অবলীলায়।

মনোজ যখন ব্যার্থ হয় কেউ না কেউ পাশে আসে হাত বাড়িয়ে দেয়। দূর্বার গতিতে রিস্টার্ট করে। হতাশায় না পরে পরিশ্রম করে। লাইব্রেরীতে, চাল ভাঙ্গার মিলে, টয়লেট ক্লিনার হয়ে দিনে পরিশ্রম রাতে লেখাপড়া করে। কারোর সাহায্য না নিয়ে নিজের লক্ষে অবিচল থেকে হয়েছে দেশ সেরা।

গল্প থেকে গল্প নয় একজন বাস্তবের মনোজ কুমার হয়েছেন ভারতের আই পি এস অফিসার তার গল্পটিই সেলুলয়েড করেছেন। হয়েছে উপন্যাস সেখান থেকেই পর্দা কাপানো টুয়েলভ ফেইল।

পাঠকের মতামত

Comments are closed.