বিশ্বকাপ দলে ব্যাকআপ ক্রিকেটারের তালিকায় মাহমুদুল্লাহ
স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপের ১৬তম আসর। এই আসরকে সামনে রেখে ১৭ সদস্যের দর ঘোষণা করেছে বাংলাদেশ দেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের। রিয়াদকে দলে না রাখায় ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় উঠেছে। তাকে দলে ফেরাতে বিক্ষোভ সমাবেশ করেছে রিয়াদভক্তরা। তবে বিশ্বকাপের আলোচনায় আবারো নতুনভাবে ভাবা হচ্ছে রিয়াদসহ সাত ক্রিকেটারকে।
আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের জরুরি পরিস্থিতিতে যখন-তখন যে কাউকে প্রয়োজন পড়তে পারে, এই ভাবনা থেকেই মূলত ব্যাক-আপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। এ ব্যাপারে একটি গণমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ৮ জন ক্রিকেটারের একটি তালিকা দেওয়া হবে। ওরা ঢাকাতেই অনুশীলন করবে। বলতে পারেন, ওদের নিয়ে আলাদা একটি অনুশীলন শিবিরই হবে। সূত্র: ঢাকা পোস্ট
বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের হেড কোচের পরিকল্পনা অনুযায়ী অচিরেই শুরু হতে যাওয়া সেই অনুশীলনের জন্য যে বা যারা ডাক পেতে চলেছেন, তাদের অন্যতম এশিয়া কাপের দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদও।
ব্যাক-আপ দল নিয়ে নান্নু বলেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে ওদেরও অনুশীলন চলতে থাকবে। কেউ চোটে পড়লে যাতে বিকল্প তৈরি থাকে, সে জন্যই। এই পর্বের রুটিনও কোচ দেবেন কয় দিন চলবে বা কিভাবে ওদের অনুশীলন হবে, দু-এক দিনের মধ্যেই টিম ম্যানেজমেন্ট তাদের পরিকল্পনা জানাবে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: তারিক আল বান্না