বদনজর সত্য, তা থেকে বাঁচার দোয়া
বদনজর, জাদুটোনা থেকে নিজেকে বাঁচাতে কিছু আমল করা প্রয়োজন কিছু দোয়া এবং সুরা রয়েছে যেগুলো পাঠ করে শরীরে ফুঁক দিলে বদনজর এবং যাদুটোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব ।
মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীর বন্ধ করার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে সম্পূর্ণ শরীরে ফুঁ দিয়ে শরীর বন্ধ করতেন। হাদিস শরিফে এসেছে, ‘প্রতি রাতে রাসূল (সা.) বিছানায় যাওয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে দুহাত একত্র করে হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগের ওপর হাত বুলাতেন এবং তিনবার এরূপ করতেন’। (সহিহ বুখারি, হাদীস নম্বর ৫০১৭, ইফা: ৪৬৫২)
এছাড়া সূরা বাকারাহ্ পাঠ করলে দুষ্টু জ্বীন এবং প্রভৃতির কুনজর থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া শুধু আয়াতুল কুরসী তিনবার করে পাঠ করলেও নিজেকে বিপদ এবং কু-নজর মুক্ত রাখা সম্ভব ।