
অজয়ের মেয়ে রাতের পার্টিতে, ছড়িয়ে পড়ল ছবি ! ভিডিও
ভারতীয় গণমাধ্যম জানায়, নিত্যদিনই পার্টি করে বেড়ান অজয়-কাজলকন্যা। কখনও শাহরুখপুত্র আরিয়ান খান, কখনও আবার সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে পার্টিতে দেখা যায় নিসাকে।
এবার লন্ডনের এক নামী ক্লাবে তার প্রিয় বন্ধু থুড়ি ওরির সঙ্গে পার্টিতে মাতলেন নিসা। সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ওরির শেয়ার করা ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, ওই পার্টিতে তাদের অন্য বন্ধুরাও ছিলেন। তবে পার্টিতে একে অপরের খুব কাছাকাছি ছিলেন নিসা ও ওরি। বোঝা যাচ্ছে, তারা একে অপরের বেশ ঘনিষ্ঠ।