ভাইরাল হতে স্কুটিতে বসেই গোসল করলেন তরুণী ! ভিডিও
সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে জনপ্রিয়তা লাভের জন্য একটা সময়ে সত্যিই কঠোর পরিশ্রম করতে হতো সাধারণ মানুষকে। তবে, দিন পাল্টেছে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হতে আজ আর তেমন পরিশ্রম করতে হয় না অনেককেই। বিচিত্র কিছু কাণ্ড করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেই রাতারাতি ভাইরাল হওয়া যায়। ঠিক এমন ভাবেই এবার ভাইরাল হলেন আরও এক তরুণী (Maharashtra woman takes bath on scooty)।
চলতি বছরে ভারতের প্রায় সব রাজ্যেই গরমের মাত্রা সব সীমা পার করেছে। সেই কারণেই গরম সহ্য করতে না পেরে স্কুটিতে সওয়ারি হয়েই স্নান সারলেন মহারাষ্ট্রের সেই তরুণী (woman takes bath on scooty ride)। এক টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয় এই তরুণীর কাণ্ড। তারপরেই রাতারাতি ভাইরাল এই যুগল।
ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবকের স্কুটির পিছনের সিটে বসে রয়েছেন এক তরুণী। তাঁর হাতে একটি সবুজ রঙের ছোট বালতি। সেই বালতি থেকে মগে করে জল তুলে মাথায় ঢেলে দিচ্ছেন তাঁর সঙ্গীর। সেই সঙ্গে নিজের মাথাতেও জল ঢালছেন তিনি। আর গোটা ঘটনাটিই ঘটছে ব্যস্ত রাস্তার সিগন্যালে।
প্রসঙ্গত, যে টুইটার হ্যান্ডল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে রীতিমতো নিন্দা করা হয়েছে যুগলের এই আচরণের। প্রকাশ্য রাস্তায় হেলমেট না পরে ট্র্যাফিক আইন তো ভেঙেছেনই ওই যুগল, তার ওপর স্কুটিতে বসে স্নানের ঘটনা লজ্জাজনক এমনই মত ওই টুইটার হ্যান্ডলের।
কয়েক দিন আগে দিল্লি মেট্রোতে এমন নানারকম বিচিত্র কাণ্ড ঘটতে থাকে। এক তরুণীর বিকিনি পরে মেট্রোয় সফর থেকে শুরু করে মেট্রোর মধ্যেই ওরাল সেক্স, বাদ ছিল না কিছুই। এই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি দিল্লি মেট্রোর পর এবার মুম্বইয়ের পালা ?
@DGPMaharashtra @ThaneCityPolice
This is ulhasnagar, Is such nonsense allowed in name of entertainment? This happened on busy Ulhasnagar Sec-17 main signal.Request to take strict action lncluding deletion of social media contents to avoid others doing more nonsense in public. pic.twitter.com/BcleC95cxa— WeDeserveBetterGovt.🇮🇳 (@ItsAamAadmi) May 15, 2023