276024

পুরুষের দরকার নেই, নিজেকেই বিয়ে করলেন ভারতীয় অভিনেত্রী (ভিডিও)

কোনো পুরুষকে নয়, নিজেকে নিজেই বিয়ে করলেন ভারতীয় টিভি অভিনেত্রী কণিষ্কা সোনি।  তার এমন কাণ্ডে অবাক নেটিজেনরা।  বিষয়টিকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন তিনি।  এবার কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন এ অভিনেত্রী।

ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় কণিষ্কা জানান, ‘কয়েক দিন থেকেই খেয়াল করছি, আমার নিজেকে বিয়ে করার সিদ্ধান্তে অনেকের মনেই প্রশ্ন জেগেছে।  আমার মনে হয়, বিয়ে কেবল যৌনতার জন্য নয়, বরং ভালোবাসা-সততার জন্যই বিয়ের মতো সুন্দর সম্পর্ক।  যদিও বিষয়গুলোর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে।  আর তাই একা বাঁচাই ভালো।’

তিনি আরও জানান, ‘অনেকেই মন্তব্য করেছেন, আমি গাঁজা বা মদের নেশায় এমন সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছি।  তাদের উদ্দেশে বলতে চাই, আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী।  বিনোদন দুনিয়ার মানুষ হয়েও কখনও নেশায় আসক্ত হইনি।  নিজেকে বিয়ের সিদ্ধান্ত মন থেকেই নিয়েছি।’

প্রসঙ্গত, ‘দিয়া অউর বাতি হাম’, ‘দো দিল এক জান’, ‘দেব কা দেব মহাদেব’, ‘পবিত্র রিশতা’, ‘সঙ্কটমোচন মহাবলী হনুমান’-এর মতো নাটকে অভিনয় করেছেন কণিষ্কা সোনি।

ভিডিও –

 

View this post on Instagram

 

A post shared by Kanishka Soni (@itskanishkasoni)

পাঠকের মতামত

Comments are closed.