পা ভেঙে ফেলায় এখন হুইলচেয়ার সঙ্গী শিল্পা শেঠির
পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। পা ভেঙে রীতিমতো হুইলচেয়ারের আশ্রয় নিতে হয়েছে তাকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন শিল্পা। রোহিত শেঠি নির্মিত অ্যাকশনধর্মী ছবিতে মারামারির দৃশ্যে অভিনয় করতে গিয়েই এ দশা হয়েছে নায়িকার।
এদিকে ইনস্টাগ্রামে নিজের বর্তমান অবস্থার কথা ভক্তদের জানিয়েছেন শিল্পা। সেখানে এমন অবস্থায়ও করলেন রসিকতা। মজার ছলে ভক্তদের শিল্পা জানিয়েছেন, পরিচালকের নির্দেশে নিজের পা ভেঙেছেন তিনি!
শিল্পার আপলোড করা একটি ছবিতে দেখা যাচ্ছে, সম্পূর্ণ পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালে হুইলচেয়ারে বসে আছেন এই অভিনেত্রী। সাদা টি-শার্ট, নীল ডেনিম জ্যাকেট এবং প্যান্ট পরা এই শিল্পী ক্যামেরার দিকে তাকিয়ে। এমন অবস্থায়ও তার মুখে হাসি, দেখাচ্ছেন বিজয়ের (ভি) চিহ্ন।
ছবির ক্যাপশনে শিল্পা লিখেছেন, তারা বলেছে রোল ক্যামেরা অ্যাকশন, ‘এক পা ভাঙো!’ আমি এটি সত্যি ভেবে নিয়েছি।
খুব দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরবেন বলে আশাবাদী শিল্পা। তিনি লিখেছেন, ৬ সপ্তাহের জন্য অ্যাকশনের বাইরে। কিন্তু আমি শিগগির শক্তিশালী এবং আরও ভালোভাবে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমাকে আপনার প্রার্থনায় রাখুন। প্রার্থনা সবসময় কাজ করে। কৃতজ্ঞতায়, শিল্পা শেঠি কুন্দ্রা।
শিল্পা শেঠিকে বড় পর্দায় শেষবার দেখা গেছে ‘নিকাম্মা’য়। তবে সিনেমাটি ফ্লপ হয়েছে। বর্তমানে রোহিত শেঠির ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স নিয়েই ব্যস্ত সময় পার করছিলেন শিল্পা। তবে শিল্পার এই দুর্ঘটনায় সিরিজের কাজ পিছিয়ে গেল। অ্যামাজন প্রাইমে আটটি ভাগে দেখানো হবে এ সিরিজটি।