276008

এবার ছেলের ছবি ও নাম প্রকাশ করলেন পরীমনি ও রাজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন।  রাজ-পরীর ঘর আলো করে এসেছে রাজপুত্র।  নতুন অতিথিকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস বইছে দুই পরিবারে।

সন্তানের বাবা-মা হওয়ার খবরে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাজ ও পরীমনি।  ভক্ত-শুভাকাঙ্ক্ষী, স্বজন ও সহকর্মীরা এই দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে পরীমনির ছেলেসন্তান।

নবজাতক, তার মা ও বাবাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা।  হাসপাতালে গিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীও।  ২৪ ঘণ্টা না পেরোতেই সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি।  জানালেন নামও।  বৃহস্পতিবার নবজাতকের ছবি প্রকাশ করেছেন তিনি।  পুত্রের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে পরম যত্নে বুকে আগলে রেখেছেন পরী।  এই নায়িকা ক্যাপশনে লেখেন ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও।  অভিনন্দন তোমাকে।  আমাদের রাজপুত্র।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমনি ও শরিফুল রাজ।  তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি।  একই দিন ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে।  এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

 

পাঠকের মতামত

Comments are closed.