275989

যে কারণে টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে দিশা পাটানির!

বলিউডের জনপ্রিয় দুই তারকা টাইগার শ্রফ ও দিশা পাটানির ছয় বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটে গেছে।  এ নিয়ে বি-টাউনে শোরগোল পড়ে গেছে।  এবার বেরিয়ে এলো এই বিচ্ছেদের আসল রহস্য।  হঠাৎ কেন তারা এমন সিদ্ধান্ত নিলেন?- এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনুরগীদের মনে।  এবার তা প্রকাশ্যে এলো।

গণমাধ্যম সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই একত্রে থাকতেন টাইগার-দিশা।  এমনকি জ্যাকি-পুত্রকে বিয়েও করতে চেয়েছিলেন এ অভিনেত্রী।  কিন্তু বিয়ের প্রসঙ্গে সব সময়ই এড়িয়ে গেছেন টাইগার।

শোনা যাচ্ছে, প্রেম করতে টাইগারের কোনো অসুবিধা ছিল না, কিন্তু বিয়ের নাম শুনলেই তার গায়ে জ্বর চলে আসে!  প্রত্যেকবারই তাই দিশার বিয়ের প্রস্তাব নাকচ করে দেন অভিনেতা।  আর এ নিয়েই তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে।  তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব তাড়াতাড়ি ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ফের এক হয়ে যাবেন টাইগার-দিশা।

যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও তারা প্রকাশ্যে স্বীকার করেননি।  তবে কখনো ‘না’ও বলেননি।  এদিকে দিশা তার আগামী সিনেমা নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন।  আর টাইগার সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

সূত্র: আনন্দবাজার।

পাঠকের মতামত

Comments are closed.