275966

ঢাকা শহরে কত মানুষ বাস করছে, এবার জানা গেল জনশুমারি প্রতিবেদনে

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।  যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী। তৃতীয় লিঙ্গ ১২ হাজার ৬২৯ জন। 

ঢাকার জনসংখ্যা কত- তা নিয়ে একটা প্রশ্ন ছিল।  ঢাকার দুই সিটি করপোরেশনের হিসাবেও বিষয়টি অস্পষ্ট ছিল এতদিন।  আজ (বুধবার) জনশুমারি প্রতিবেদনে জানা গেল, রাজধানী ঢাকা শহরে ১ কোটি ২ লাখের বেশি মানুষ বসবাস করে।  এরমধ্যে ঢাকা উত্তর সিটির জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন।  আর ঢাকা দক্ষিণ সিটির জনসংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস’র মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এ সংখ্যা তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বিভাগ হিসেবে ঢাকায় সর্বাধিক ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন মানুষের বসবাস।  এর মধ্যে পুরুষ ২ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮২২ জন।  আর নারী ২ কোটি ১৭ লাখ ২১ হাজার ৫৫৬ জন।  এ বিভাগে ট্রান্সজেন্ডারের সংখ্যা ৪ হাজার ৫৭৭ জন।

সব মিলিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মোট বাসিন্দা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন।

প্রতিবেদনে দেখা গেছে, দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ঢাকা উত্তরে সবেচেয়ে বেশি মানুষ বাস করে।  আর সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল সিটিতে ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন।

 

পাঠকের মতামত

Comments are closed.