275940

ভারতকে ‘তুলোধুনো’ করে অবিশ্বাস্য ভাবে টেস্ট জয়ের পর যা বললেন জো রুট

বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপকে রীতিমতো ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট এবং জনি বেয়ারস্টো।  ভারতের বিপক্ষে বার্মিংহাম টেস্টের চতুর্থ ইনিংসে ৩৭৮ রানের তাড়ায় ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়ে জোড়া সেঞ্চুরি করেন জো রুট ও জনি বেয়ারস্টো। 

১৭৩ বলে ১৯টি চার আর এক ছক্কায় ১৪২ রানের অপরাজিত ইনিংস খেলা রুট বলেন, টসের আগেই আমাদের সবাইকে বেন স্টোকস (অধিনায়ক) বলেছিল- আমরা ব্যাট করতে যাচ্ছি না, আমরা রান তাড়া করতে যাচ্ছি।  আর এজন্য আমাদের বিশ্বসেরা বোলিং লাইনআপের বিরুদ্ধে বিশ্বসেরাদের মতোই ব্যাটিং করতে হবে। 

রুট আরও বলেন, আমাদের যে পরিকল্পনা ছিল মাঠে তা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি।  আমার মনে হচ্ছে আমি এবং জনি বেয়ারস্টো বেশ কিছুদিন ধরেই সুন্দর ক্রিকেট খেলছি।  এজন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪১৬ (ঋষভ পন্থ ১৪৬, রবিন্দ্র জাদেজা ১০৪, বুমরাহ ৩১*; জেমস অ্যান্ডারসন ৫/৬০)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৪ (জনি বেয়ারস্টো ১০৬, সেম বিলিংস ৩৬; মোহাম্মদ সিরাজ ৪/৬৬, জসপ্রিত বুমরাহ ৩/৬৮)।

ভারত ২য় ইনিংস: ২৪৫ (চেতেশ্বর পুজারা ৬৬, ঋষভ পান্ত ৫৭; বেন স্টোকস ৪/৩৩)।

ইংল্যান্ড ২য় ইনিংস: (জো রুট১৪২*, জনি বেয়ারস্টোর ১১৪*, অ্যালেক্স লিস ৫৬, জ্যাক ক্রলি ৪৬)।

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

 

পাঠকের মতামত

Comments are closed.