275835

তিন ঘণ্টায় সেভেরেদোনেৎস্ক শহরটি দখল করার দাবি রমজান কাদিরভের

চেন নেতা রমজান কাদিরভ দাবি করেছেন, রাশিয়ার সেনারা লুহানেস্কের সেভেরেদোনেৎস্ক শহর দখল করেছে। তাও মাত্র তিন ঘণ্টার মধ্যে।  শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে এমন দাবি করেন  কাদিরভ। খবর তাস নিউজের। 

এ ব্যাপারে টেলিগ্রাম চ্যানেলে কাদিরভ লিখেছেন, সেভেরোদোনেৎস্ক এখন পুরোপুরি আমাদের দখলে।  এ শহরটি মুক্ত করা হয়েছে।  বাসিন্দারা এখন শান্তিতে থাকতে পারবেন।  এখন থেকে সেখানে আর কোনো বিপদ নেই। 

কাদিরভ আরও জানিয়েছেন, তারা ভেবেছিলেন শহরটি দখল করতে তাদের এক সপ্তাহ সময় লাগবে।  কিন্তু এর  অনেক আগেই সেভেরোদোনেৎস্ক তাদের হাতে চলে এসেছে। 

এ ব্যাপারে শক্তিশালী এ চেচেন নেতা বলেন, প্রাথমিক পরিকল্পনা ছিল আমরা সেভেরোদোনেৎস্ককে এক সপ্তাহের মধ্যে মুক্ত করব।  কিন্তু আজ (শনিবার) আমি পরিকল্পনা নতুন করে সাজাই এবং ৩ দিনের মধ্যে শহরটি দখল করার কর্মপরিকল্পনা ঠিক করি।  এর ফলে, আমাদের সেনারা এটি আরো দ্রুত সময়ের মধ্যে করে।  মাত্র ৩ ঘণ্টার মধ্যে।

এদিকে রমজান কাদিরভ সেভেরোদোনেৎস্ক দখল করে নেওয়ার দাবি জানালেও ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

তবে ইউক্রেনে পক্ষ থেকে বলা হয়েছে, সেভেরোদোনেৎস্কের পরিস্থিত খুব খারাপ।  রুশ সেনারা সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে। কিন্তু রুশ সেনাদের হাতে এখনো শহরটির পতন হয়নি। 

সূত্র: তাস নিউজ (রাশিয়ার গণমাধ্যম)

 

 

পাঠকের মতামত

Comments are closed.