275821

স্কুলে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।  তিনি বলেছেন, আমরা দিন দিন যন্ত্রণাকাতর আর্তনাদের একটি জাতিতে পরিণত হচ্ছি।  মঙ্গলবার ওই ঘটনার পর তিনি এক টুইটবার্তায় এসব কথা বলেন।


বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি বলেন, আমাদের আইনপ্রণেতাদের এখন দরকার আমেরিকায় বন্দুক সহিংসতার এই অভিশাপ বন্ধ করা, যা আমাদের শিশুদের নির্বিচারে হত্যা করছে।

তিনি বলেন, ভাবনা আর প্রার্থনাই যথেষ্ট নয়। বছরের পর বছর পর এ বিষয়ে কিছুই করা যায়নি।  এখন আমরা একটি যন্ত্রণাকাতর আর্তনাদের জাতিতে পরিণত হচ্ছি।

উল্লেখ্য, রব এলিমেন্টারি স্কুলে এ বন্দুক হামলার ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত এক শিক্ষকসহ ২১ জন নিহত হয়েছে।  এ ছাড়া হামলাকারীকেও হত্যা করেছে পুলিশ। 

 

পাঠকের মতামত

Comments are closed.