275823

যে কারণে টেক্সাসের স্কুলে হামলা চালিয়েছে বন্ধুকধারী

টেক্সাসের স্কুলে হামলার আগে সাবেক এক সহপাঠীকে বন্দুক ও গোলাবারুদের ছবি পাঠিয়েছিল সালভাদর রামোস। ওই সহপাঠী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম সিএনএনকে তিনি জানিয়েছেন, নিজের পোশাক এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য রামোসকে অন্যদের কটূক্তির শিকার হতে হয়েছিল।  একপর্যায়ে ক্লাসে তার উপস্থিতি কমে যায়। পরে স্কুল থেকেই ছিটকে পড়েন।  এসব কারণেই তিনি এই নৃশংসা ঘটান রামোস।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহপাঠী আরও জানান, তিনি রামোসের কিছুটা ‘ঘনিষ্ঠ’ ছিলেন।  রামোস মাঝেমধ্যেই তাকে একসঙ্গে ভিডিও গেমস দেখার কথা বলত।  মঙ্গলবারের টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে হামলার কয়েক দিন আগে সাবেক সহপাঠীকে নিজের কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ভর্তি একটি ব্যাগের ছবি পাঠিয়েছিলেন তিনি। 

ওই সহপাঠী বলেন, সে আমাকে মেসেজ দিত। চার দিন আগে তার নিজের ব্যবহৃত এআর-এর একটি ছবি পাঠায়।  সঙ্গে ৫.৫৬ রাউন্ড ভর্তি একটি ব্যাকপ্যাক।  আমার মনে হলো- তার কাছে এসব কেন? আর তার মনোভাব ছিল এমন যে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

নিজের স্নাতক সম্পন্ন হওয়ার পর রামোসের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন তার এই সাবেক সহপাঠী।  কিন্তু রামোস মাঝেমধ্যেই তাকে ভিডিও গেম খেলার জন্য টেক্সট করত।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রব এলিমেন্টারি স্কুলে হামলার মাত্র তিন দিন আগে ইনস্টাগ্রামে দুটি এআর১৫ রাইফেলের ছবি পোস্ট করেছিল সে।  একটি স্টোরি হিসেবে ছবিটি পোস্ট করা হয়েছিল।  তার একাধিক সাবেক সহপাঠী নিশ্চিত করেছে, অ্যাকাউন্টটি সন্দেহভাজন বন্দুকধারী সালভাদর রামোসেরই ছিল।

এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, ১৮ বছরের রামোস একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।  তবে শেষ পর্যন্ত পুলিশের গুলিতে সে নিজেও নিহত হয়েছেন।

 

 

পাঠকের মতামত

Comments are closed.