কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্ট মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অধ্যক্ষ বলেছেন টিকটক প্রবণতা রোধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গত ১৮ মে অধ্যক্ষ জাহির উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে- আগামী ২১ মে থেকে কলেজে কোনো ধরনের স্মার্ট মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না ছাত্রছাত্রীরা। কলেজে প্রবেশের সময় কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন জানান, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের মাধ্যমে অনেক সময় ছেলেরা মেয়েদের অজান্তেই ছবি তুলে টিকটক বানায়। এ নিয়ে ছোটখাটো ঝগড়াও হয়। এমন দুই-একটি ঘটনা জানার পর এই প্রবণতা রোধকল্পেই এ রকমের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান সময়ে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা স্বীকার করে অধ্যক্ষ জাহির উদ্দিন জানান, ছাত্রছাত্রীরা চাইলে কলেজে বাটন ফোন (ফিচার ফোন) ব্যবহার করতে পারবে।