275739

তাসনিম আনিকার অ্যাওয়ার্ড অর্জন

শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড।  বিগত তিন বছর করোনা পরিস্থিতির কারণে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন হয়নি।  তবে এবার বেশ ঘটা করেই তিন বছরের পুরস্কার প্রদানের অনুষ্ঠানটা আয়োজন করা হয়।

২০১৯ থেকে ২০২১ এর জন্য কলকাতার ও ঢাকার শিল্পীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে ২০১৯ সালের সেরা সংগীতশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন চলতি প্রজন্মের আলোচিত গায়িকা তাসনিম আনিকা। প্রথম প্লেব্যাকের জন্যই এই অ্যাওয়ার্ডটি পান তিনি।  ‘জলে ভাসা ফুল’ শিরোনামের আনিকার গাওয়া এ গানটি ছিল সাকিব সনেটের ‘নোলক’ ছবির।  গানটির সুর ও সংগীত হৃদয় খানের করা।  আনিকার সঙ্গে গেয়েছিলেনও হৃদয়।  এ সিনেমার গানটিতে পারফর্ম করেন শাকিব খান ও ববি হক।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাসনিম আনিকা মানবজমিনকে বলেন, এই অনুভূতি সত্যিই অন্যরকম। একেবারেই আলাদা।  অনেকেরই অ্যাওয়ার্ড প্রসঙ্গে ভিন্ন ধারণা রয়েছে।  তবে আমি অপেক্ষা করেছি তাই হয়তো ভালো কিছু হাতে এসেছে।  কাজ করেই কোনো কিছু অ্যাচিভ করাতে বিশ্বাসী আমি সব সময়।  সে কারণে অপেক্ষা করতে আমার অসুবিধে নেই।  জানা গেছে, অনুষ্ঠানে লাইভ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও নায়ক আলমগীর।  এ ছাড়াও বাংলাদেশের মমতাজ, কোনাল, আরিফিন শুভ, ববি হকরাও ছিলেন অনুষ্ঠানে।  ছিলেন কলকাতার জনপ্রিয় সব শিল্পীরাও।

পাঠকের মতামত

Comments are closed.