275718

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে, ১ মাস যেতে না যেতেই ডিভোর্স ১ স্ত্রীর

পঞ্চগড়ে দুই প্রেমিকাকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন যুবক রোহিনী চন্দ্র বর্মণ (২৫)।  কিন্তু দুইজনকে একসঙ্গে নিয়ে সংসার করতে ব্যর্থ হলেন তিনি।  বিয়ের এক মাস পার না হতেই ওই যুবককে ডিভোর্স দিয়েছেন এক স্ত্রী।

বৃহস্পতিবার ছোট বউ মমতা রানী নিজেই রোহিনী চন্দ্র বর্মণকে ডিভোর্স দেন।  মমতা রানীর পরিবারের ইচ্ছাতেই এই ডিভোর্স সম্পন্ন হয়।  শনিবার বিকালে রোহিনীর বাবা যামিনী কান্ত ডিভোর্সের বিষয়টি সাংবাদিকদের জানান।

এদিকে রোহিনীর বাবা যামিনী চন্দ্র বলেন, মমতা রানী স্বেচ্ছায় আমার ছেলেকে তালাক দিয়েছে।  এতে আমরা অমত করিনি।

স্থানীয় সূত্র জানায়, মমতা বাবার বাড়িতে গিয়ে আর ফিরে আসেননি।  পরে রোহিনীকে ডিভোর্স লেটার দেন তিনি।  তবে কী কারণে বিবাহবিচ্ছেদ তা জানা যায়নি।  এ নিয়ে রোহিনী ও মমতা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

মমতা রানীর ভাই পলাশ রায় বলেন, আমাদের পরিবারের কোনো অভিযোগ নেই।  তবে আর বাড়াবাড়ি করতে চাই না।  বোনের ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি।

বলরামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বিচ্ছেদের বিষয়ে এখনো দুই পক্ষের কেউ কিছু জানায়নি।  তবে লোকমুখে শুনেছি মেয়েটা নিজেই নাকি ছেলেটাকে তালাক দিয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর এলাকার রোহিনী চন্দ্র বর্মণ।  বিয়ের মাত্র ২২ দিনের মাথায় এক স্ত্রী মমতা রানীর সঙ্গে বিচ্ছেদ ঘটল তারা।

 

পাঠকের মতামত

Comments are closed.