275466

চেয়ার বাঁচাতে ইমরান খানের ‘গোপন প্রচেষ্টা’!

পাকিস্তানের ৩৪২ সদস্যের জাতীয় সংসদে প্রধান দুই মিত্র দলত্যাগ করার পর সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান খান।  তবে গদি বাঁচাতে ইমরান খান গোপন প্রচেষ্টার অংশ হিসেবে আগাম নির্বাচন ঘোষণা দিতে পারেন বলে সরকারের উপর মহলের গোপন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে। 

পাকিস্তান সরকারের ওপর মহলের ওই সূত্র বৃহস্পতিবার পিটিআই জানান, অনাস্থা ভোট নিয়ে তেহরিক-ই-ইনসাফ সরকার ও বিরোধী জোটের সঙ্গে একটি গোপন প্রচেষ্টা চলছে। 

ওই সূত্র আরও জানায়, সব আলোচনা একদিকেই যাচ্ছে।  তা হলো, বিরোধী জোট ইমরান খানের ওপর থেকে অনাস্থা প্রস্তাব তুলে নেবে।  বিনিময়ে ইমরান খান সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেবেন। 

তিনি বলেন,  বিরোধী দল এবং সরকারের মধ্যে বোঝাপড়া হলে দেশের শীর্ষ স্থানীয় কেউ গ্যারান্টার হতে পারেন।  

এই চুক্তি বাস্তবায়িত হলে চলতি বছরের আগস্টেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।  তবে যেহেতু বিরোধীরা ইমরান খানকে বিশ্বাস করছেন না, তাই গ্যারান্টার বিষয়টি নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি। 

বুধবার তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করার একদিন পর এই বিষয়টি সামনে এলো। 

ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর পাকিস্তানের সেনাবাহিনীই অর্ধেকেরও বেশি সময় ধরে দেশটিকে শাসন করেছে।  এখনও  নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দেশটির সেনাবাহিনী যথেষ্ট ক্ষমতার অধিকারী।

তাই ওই সূত্রের খবর একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

পাঠকের মতামত

Comments are closed.