‘প্রতিরক্ষা খাত একবারে ধ্বংস হয়ে গেছে’, স্বীকার করল ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ জানিয়েছেন, রাশিয়ার সেনাদের হামলায় ইউক্রেনের প্রতিরক্ষা খাত ধ্বংস হয়ে গেছে। উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ বলেন, রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
বৃহস্পতিবার ভিডিও কলের মাধ্যমে একটি আলোচনায় এমন কথা জানান অলেক্সি। তাছাড়া রাশিয়ার সঙ্গে মঙ্গলবার তুরস্কে শান্তি চুক্তির যে আলোচনা হয়েছে সেটি নিয়েও কথা বলেন তিনি। তুরস্কে হওয়া আলোচনাটিকে ইউক্রেনের বিজয় হিসেবে উল্লেখ করেন তিনি।
এদিকে তুরস্কের ইস্তানবুলে হওয়া আলোচনায় ইউক্রেন প্রস্তাব দেয় তারা ন্যাটো বা কোনো সামরিক জোটে যোগ দেবে না।
কিন্তু তার বদলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। এ নিরাপত্তা দেবে কয়েকটি দেশ। এই দেশগুলোর তালিকায় থাকবে রাশিয়াও। তাছাড়া তুরস্ক, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের থাকার সম্ভাবনা রয়েছে।
জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার যে প্রস্তাব তারা দিয়েছেন সেটি রাশিয়া মেনে নেয় তাহলে তা ইউক্রেনের জন্যই ভালো হবে এবং ভবিষ্যতে বিদেশী দেশগুলোর আক্রমণের স্বীকার হওয়ার সম্ভাবনাও থাকবে না।
এ ব্যাপারে অলেক্সি আরেস্তোভিচ বলেন, এটি একটি আদর্শ চুক্তি, যা মৌলিকভাবে বিভিন্নভাবে আমাদের আমাদের অবস্থান শক্ত করবে।
সূত্র: আল জাজিরা