জো বাইডেন বড় ধরনের ঘোষণা দিতে যাচ্ছেন
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগাম টানতে বড় ধরনের ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ইউক্রেন হামলা করার পর প্রতি ব্যারল তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে গেছে। ফলে পুরো বিশ্বেই এর প্রভাব পড়ছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তেলের দাম কমাতে নিজেদের মজুদ করা তেল থেকে প্রতিদিন আরও ১ মিলিয়ন ব্যারল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিতে যাচ্ছেন জো বাইডেন। আগামী ৬ ম্যাস এটি অব্যহত থাকবে।
বাইডেনের এ ঘোষণার ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, মিত্রদের সঙ্গে পরামর্শ করে, প্রেসিডেন্ট তেলের মজুদ থেকে সবচেয়ে বেশি তেল ছাড়ার ঘোষণা দিতে যাচ্ছেন। পরের ছয় মাস গড়ে প্রতিদিন ১ মিলিয়ন ব্যারল বেশি তেল বাজারে ছাড়া হবে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এমন সিদ্ধান্ত নজিরবিহীন। বিশ্বে কখনো এত লম্বা সময় ধরে মজুদ থেকে প্রতিদিন ১ মিলিয়ন ব্যারল থেকে তেল ছাড়া হয়নি। তেল ছাড়ার এ বিষয়টি এ বছরের শেষ সময় পর্যন্ত সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে কাজ করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান