275426

মাছ-ভাতের জেলেদের এখন দিন কাটছে নুন-ভাতে

উপকূলের যে জেলেরা তেঁতুলিয়া আর বুড়াগৌরঙ্গ নদীতে মাছ শিকার করে বেলা শেষে মাছ-ভাতে আহার করতেন আজ তারা নুন-ভাতে দিন পার করছেন।  টানা দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞায় দিশেহারা হয়ে পড়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার দশ হাজারের বেশি জেলে।  দীর্ঘদিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন জেলেরা মহাজনের দাদন আর এনজিওর ঋণের বোঝা মাথায় নিয়ে পালিয়ে দিন কাটাচ্ছেন। কয়েক মাস সরকারি চাল না পওয়ার অভিযোগ তুলে হতাশার কথা জানিয়েছেন অনেক জেলে পরিবার। 

অন্যদিকে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অসাধু জেলেরা নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে মাছ শিকার করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত রাখতে এবং ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি করতে ১ মার্চ থেকে ৩০ পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।  এতে চরম বিপাকে পড়েছেন উপজেলার জেলে পরিবারগুলো।  সংসার ও পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে শত শত জেলে পরিবারের। 

অন্যদিকে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অসাধু জেলেরা নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে মাছ শিকার করে যাচ্ছেন। চাপিলার নামে ইলিশের বাচ্চাসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে উপজেলার হাটবাজারগুলোতে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। অপরদিকে দশমিনা-ঢাকাগামী লঞ্চগুলোতে নিয়মিত জাটকাসহ বিভিন্ন মাছ প্রকাশ্যে চালান করা হচ্ছে।

ফরহাদ ও হানিফ হাওলাদার নামে দুই জেলে জানান, নদীতে মাছ ধরতে না পারায় জেলে পরিবারগুলো না খেয়ে দিন কাটাচ্ছেন। কর্মহীন জেলেরা মহাজনের দাদন আর এনজিওর ঋণের বোঝা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।  মৎস্য দফতর সংশ্লিষ্টরা কিস্তি বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলেও তারা কোনো পদক্ষেপ নেননি।  এছাড়া চার মাস ধরে তারা চাল পান না বলে দাবি করেন।

পাঠকের মতামত

Comments are closed.