275420

যেভাবে সার্কাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন মুনমুন

চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও অভিনেত্রী মুনমুন নিয়মিতই নানা অনুষ্ঠানে ব্যস্ত থাকেন।  করোনার কারণে গত দুই বছর তেমন একটা কাজ ছিল না।  শুটিং বা অন্য আয়োজনগুলোও কম ছিল।  গত দুই বছর অভিনেত্রী মুনমুনের ওজন বেড়েছে আট কেজি।  এ নিয়ে বেশ চিন্তিত তিনি।

মন খারাপ করার কারণ জানালেন মুনমুন।  দীর্ঘদিন পর আবার দেশের নানা প্রান্তে সার্কাস শুরু হয়েছে।  কিন্তু সেসব অনুষ্ঠানে নাচতে গিয়ে বাড়তি কষ্ট হয় তাঁর।  তবে এর সমাধানও তিনি ঠিক করেছেন।  নিয়মিত নেচেই তিনি ওজন কমানোর পরিকল্পনা করেছেন। কারণ, এই নাচই এখন তাঁর বড় অবলম্বন।  এই আয় দিয়েই দুই সন্তান নিয়ে থাকেন।

এই অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ দুই বছর কাজ নেই।  সরকার থেকে মাঠপর্যায়ে সব অনুষ্ঠান বন্ধ ছিল।  নিয়ম মেনে আমরা কোনো কিছুতেই অংশ নিইনি।  অভিনয়ের বাইরে সার্কাস আমাদের আয়ের প্রধান উৎস।  এ জন্য অনেক সংগ্রাম করে দুই বছর জীবন যাপন করতে হয়েছে।  এখন করোনা পরিস্থিতি ভালো থাকলে আমরা আবার খেয়েপরে বেঁচে থাকতে পারব।  গত মাস থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা ও সিলেটে কিছু মেলা হয়েছিল।  সেখানে সার্কাসে আমাদের পারফরম্যান্স ছিল।  ঈদের পর থেকে টানা সার্কাসে শো করব।’

দীর্ঘদিন পর নাচে ফিরেছেন। সার্কাসের শোতে শুরুতেই ওজন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।  ওজন বেশি হওয়ায় ঠিকমতো নাচতেও পারছেন না।  মুনমুন বলেন, ‘করোনার মধ্যে আমার আট কেজি ওজন বেড়েছে।  এই ওজন নিয়ে নাচতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে।  আগে তো নিয়মিত নাচতাম।  ফিটনেস ভালো ছিল।  এখন ওজন কমাতে কিছুটা সময় নিচ্ছি।  তবে কয়েকটি শো করার পর এখন ওজন কমানো শুরু হয়েছে।  চর্চা না থাকলে যা হয় আরকি।  তবে ওজন নিয়ে আমি সিরিয়াস।  যেভাবেই হোক আমাকে এটা কমাতেই হবে।  এটার সঙ্গে আমার রুটিরুজি জড়িত।’

গত মাস থেকে তাঁর অনুষ্ঠান আগের চেয়ে অনেকটাই বেড়েছে।  সিলেটের একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দর্শকদের ওপর খুশি।  তাঁরা টিকিট কেটে আমাকে ২০০–৩০০ টাকা খরচ করে দেখতে আসেন।  আমাকে দেখে চিল্লাচিল্লি করে মুনমুন বলে ডাকেন।  তাঁদের ভালোবাসার জন্য বেঁচে রয়েছি।’

তিন বছর পর আবার খুশি এই অভিনেত্রী।  সম্প্রতি তাঁর অভিনীত ‘রাগী’ নামে একটি সিনেমা ১৮ মার্চ সেন্সর সনদ পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান।  মুনমুন বলেন, ‘সিনেমার সেন্সর পাওয়া ক্যারিয়ারের শুরু থেকে আমার জন্য অনেক আনন্দের।  এটি ক্যারিয়ারে নতুন একটি সিনেমাকে যুক্ত করে।  দীর্ঘদিন পরে সেরা একটি সিনেমায় অভিনয় করেছি। সিনেমাটির গল্প এতটাই ভালো যে ঈদে মুক্তি দেওয়ার মতো।  কিন্তু ঈদে নাকি অনেক সিনেমা মুক্তি পাবে।  সে জন্য আমাদের পরিচালক মুক্তি দেবেন না।  এটুকু বলব, পুরো সিনেমা দেখে দর্শক বিরক্ত হবেন না।’  মুনমুন আবারও নিয়মিত হতে চান সিনেমায়।  সম্প্রতি তিনি ‘পুলিশ নম্বর ওয়ান’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

 

পাঠকের মতামত

Comments are closed.