275407

চীনে বিমান বিধ্বস্তের আগ মুহূর্তের ভিডিও ভাইরাল

১৩২ জন আরোহী নিয়ে চীনের সেই বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তের লোমহর্ষক ভিডিও ধরা পড়েছে সিসি ক্যামেরায়।  স্থানীয় এক খনিজ উত্তোলক প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা গেছে বিমানটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হওয়ার আগে দ্রুত গতিতে খাড়াভাবে নীচে পড়ছে।

চীনের বেসরকারি বিমান চলাচল সংস্থা জানায়,  এমইউ-৫৭৩৫ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টায় কুনমিং থেকে গুয়ানঝোউর উদ্দেশে ছেড়ে যায়।  এরপর ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার-২৪ বিমানটির অবস্থান ‘অজ্ঞাত’দেখায়। পরে গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বোয়িং-৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়।

ফ্লাইট ট্রাকার ফ্লাইটরাডার-২৪ এর তথ্য অনুযায়ী, বিমানটি মাত্র সোয়া দুই মিনিটে ২৯ হাজার একশ ফুট থেকে ৯ হাজার ৭৫ ফুট নিচে নেমে আসে।  এর পরের ২০ সেকেন্ডে আরও নিচে নামে।  তিন হাজার ২২৫ ফুট উচ্চতা থেকে বিমানটির তথ্য আসা বন্ধ হয়ে যায়।   সাধারণত ওই উচ্চতা থেকে নামতে একটি বিমানের সময় লাগে ৩০ মিনিটের মতো।  

স্থানীয় গণমাধ্যমে নির্ধারিত সময়ে গুয়ানঝোউ না পৌঁছানো নিয়ে প্রতিবেদন করায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে আশঙ্কা দেখা দেয়।  স্থানীয় সময় দুপুর ২টা ২২মিনিটের পর ফ্লাইটরাডার-২৪ বিমান থেকে কোনো তথ্য পায়নি। 

বিমানটি ‘সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে’ বলে স্থানীয় এক গ্রামবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।  বিমান বিধ্বস্ত হওয়ার পর আশেপাশের বনে আগুন ধরে যায় বলে জানান ওই গ্রামবাসী।

 

পাঠকের মতামত

Comments are closed.