275171

শোয়েব মালিকের ভাগ্নে হুরাইরার ট্রিপল সেঞ্চুরি

সর্বকনিষ্ঠ পাকিস্তানি হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান সেরা অলরাউন্ডার শোয়েব মালিকের ভাগ্নে মোহাম্মদ হুরায়রা। 

কায়েদ-ই-আজম ট্রফিতে প্রথম শ্রেণির ম্যাচে বেলুচিস্তানের বিপক্ষে নর্দানের হয়ে ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত ৩১১ রান করেন।

শিয়ালকোটে জন্মগ্রহন করা হুরায়রার বয়স ১৯ বছর ২৩৯ দিন।  সে পাকিস্তান ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণির ম্যাচে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছে।  এই কীর্তি অর্জনকারী ৮ম খেলোয়াড় সে। 

পাকিস্তানের ২০তম প্লেয়ার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন হুরায়রা।  তার আগে কিংবদন্তি হানিফ মোহাম্মদ, ইনজামাম-উল-হক, ইউনিস খান ও সাবেক অধিনায়ক আজহার আলী এই কীর্তি গড়েন। 

 

হুরায়রা ৩৪১ বলে ৩১১ রানের অনবদ্য ইনিংস খেলেন।  তার ইনিংসটি ৪০টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় সাজানো।

পাঠকের মতামত

Comments are closed.