275102

বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলছে পাকিস্তান।  নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় পাকিস্তান।

দ্বিতীয় ম্যাচে গ্রুপের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডকেও হারায় পাকিস্তান।  অবিশ্বাস্য ফর্মে থাকা পাকিস্তান নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে। 

বিশ্বকাপের ফাইনাল শেষেই আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।  

চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে এসে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা পাকিস্তান ক্রিকেট দলের।  ১৯, ২০ ও ২২ নভেম্বরে হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।  দুই টেস্টের প্রথমটি হবে ২৬ নভেম্বর।  শেষ ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে পাকিস্তানি পত্রিকা দ্য নিউজ জানিয়েছে, বিশ্বকাপ আর বাংলাদেশ সফরের মাঝে ক্রিকেটাররা দেশে ফেরার সময় পাবেন না।  এতে জৈব সুরক্ষাবলয় নষ্ট হতে পারে। তাই আরব আমিরাত থেকে পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশে যাবেন। 

তবে বিশ্বকাপ জিতলে হিসেব পাল্টে যেতে পারে।  তখন হয়তো ট্রফি নিয়ে পাকিস্তান গিয়ে আনন্দ উল্লাস করে কয়েক দিনের বিশ্রাম শেষে বাংলাদেশ সফরে আসবেন বাবর আজমরা। 

বাংলাদেশ সফরের জন্য আলাদা দল ঘোষণা করেনি পিসিবি।  টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্বকাপের বর্তমান দলটাই বাংলাদেশে যাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।  টেস্ট ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিতে পারেন ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, আব্দুল্লাহ শফিক ও সাউদ শাকিল। 

পাঠকের মতামত

Comments are closed.