274988

ব্রাজিলের বিপক্ষে শিরোপা জয়, এখনো ভুলতে পারে না মেসির ছেলেরা

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।  এই ঘটনা বাবা লিওনেল মেসিকে বারবার মনে করিয়ে দেন তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরো।  ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন আলবেসিলেস্তে অধিনায়ক।

শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা।  বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় শুরু হবে এই ম্যাচ।গেল মাসে ব্রাজিলের মাঠে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা তুলেছেন মেসি।  এতে দীর্ঘ ২৮ বছর পর দলটি কোনও শিরোপা জিতে।

‘অনেক কঠিন পথ পাড়ি দিয়ে জাতীয় দলের জন্য কিছু অর্জন করা সত্যি অসাধারণ।  অনেক সাংবাদিক আছেন যারা আমার ব্যর্থতার পেছনের কারণ হিসেবে বলছিলেন, আমি জাতীয় দলের প্রতি আমার মায়া নেই।’

সদ্যই যোগ দিয়েছেন প্যারিস সেন্টা জার্মেইতে (পিএসজি)। তার আগে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৫টি শিরোপা।  তিনটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ ফাইনালে গেলেও শেষ পর্যন্ত ঘরে তোলা হয়নি শিরোপা।

ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বলেন, ‘আমি যা জিতেছি সবই গুরুত্বপূর্ণ।  অনেক সৌভাগ্যবান।  ক্লাব জার্সিতে অনেক শিরোপা আদায় করেছি।  তবে বার বার ব্যর্থ হয়েও শেষ পর্যন্ত দেশের হয়ে অর্জন করলাম।  এখন এটাই মহা গুরুত্বপূর্ণ।’

শিরোপার জয়ের মুহূর্তটি কেমন ছিল? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যখন জিতলাম তখন আমার বিশ্বাসই হচ্ছিল না।  দীর্ঘ দিনের স্বপ্ন ছিল।  যা ঘটছিল কিছুই বিশ্বাস করতে পারছিলাম না।  সত্যি বলতে শিরোপা জয়ী মুহূর্তগুলো দেখে এখনও ভালো লাগে।’

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে প্রথমে পরিবার ও পরে বন্ধুদের নিয়ে লম্বা ছুটি কাটাতে দেখা যায় লিওনেল মেসিকে।

‘আমি বেশ খুশি ছিলাম।  ছুটির প্রথম থেকে শেষ দিন পর্যন্ত উপভোগ করেছি।  আমার সন্তানেরা এখন সব সময় আর্জেন্টিনা গান গায়।  ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছি, বিষয়টি তারা ভুলতে পারে না।  তাদের উদ্দিপনা দেখতে আমারও ভালো লাগে।’

তিন ছেলে এখনও বাবাকে মনে করিয়ে দেন তিনি শিরোপা জয়ী উল্লেখ করে মেসি বলেন, ‘কিছুক্ষণ পর পর তারা মনে করিয়ে দিয়ে বলে, “বাবা তুমি চ্যাম্পিয়ন’’।  ভাষায় প্রকাশ করার মতো না।  শিরোপা জয়ের সময় আমার পরিববারের সদস্যদের কাছে পেলে আরও ভালো লাগতো।’

পাঠকের মতামত

Comments are closed.