274942

যে সব কারণে স্বর্ণ ব্যবসায় সাকিব

ঝুঁকিমুক্ত বিনিয়োগ এবং দেশের উপকার হবে এটা মাথায় রেখেই স্বর্ণ ব্যবসায় নেমেছেন বলে জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  আর খেলোয়াড়ি জীবন শেষে, নানান ব্যবসার পাশাপাশি ক্রিকেটেও অবদান রাখতে চান তিনি।

সাকিব জানান, ২০১৯ সালের নভেম্বরে যৌথভাবে অথরাইজড গোল্ড ডিলার হিসেবে সরকারের লাইসেন্স নেন সাকিব।  তবে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করেছেন গতমাসে।  রাজধানীর অভিজাত এলাকা গুলশানের পিংক সিটিতে, তার প্রতিষ্ঠান বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং-এর শো-রুম।  আমদানির পাশাপাশি পাইকারি ও খুচরা স্বর্ণবার ও গহনা বিক্রি হবে এখানে।

এর আগে রেস্টুরেন্টসহ কয়েকটি ব্যবসায় জড়িয়েছেন টাইগার অলরাউন্ডার।

খেলোয়াড়ি জীবন শেষে তাহলে কোন ভূমিকায় দেখা যাবে সাকিবকে ব্যবসায় নাকি ক্রিকেটে এমন প্রশ্নের জবাবে সাবিক বলেন, ক্রিকেটটাই আমার প্রথম ভালোলাগার জায়গা।  অবসরে যাওয়ার পরও ক্রিকেটে অবদান রাখতে চাই।  এজন্য কিছু পরিকল্পনাও রয়েছে।

 

পাঠকের মতামত

Comments are closed.