গর্ভকালীন সময় একান্তই ব্যক্তিগত: এলি গোল্ডিং
এতদিন গোপন রাখা নিজের গর্ভাবস্থা নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং। এ সময়টাকে একান্তই ব্যক্তিগত বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, ‘এটি একটি ‘সুন্দর, ব্যক্তিগত সময়’। আমিও নিজের মতোই সময়টা কাটাতে চাই।’
এপ্রিল মাসে ছেলে আর্থারকে স্বাগত জানান এই গায়িকা। মাতৃত্ব সম্পর্কে এলি বলেন, ‘প্রতিটি নতুন মায়ের জন্য এটা ভীতিকর। আমি বুঝতে পেরেছিলাম, আমার নিজের মতো থাকার এবং নতুন জিনিস জানার সুযোগ হয়েছে। এজন্য আমি নিজেকে একটু একটু করে প্রস্তুত করেছি। আমার শরীর, আমার মনের সঙ্গে কী ঘটছে তা বোঝার চেষ্টা করেছি। ’
মাতৃত্ব গ্রহণ কর তিনি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখছেন বলেও মন্তব্য করেছেন।
নতুন মা হওয়ার বিষয়ে এলি গোল্ডিং বলেন, ‘এটি অবশ্যই একটি আশীর্বাদ ছিল যে আমি শান্ত গর্ভাবস্থা পেয়েছিলাম। এটা খুব জরুরি। আবার কঠিনও। বিশেষ করে যারা কাজের মধ্যে থাকে তাদের জন্য।
আমি সন্তান প্রসবের তিন থেকে চার সপ্তাহ পরে স্টুডিওতে ফিরে গিয়েছিলাম। আমি সব কিছু সামঞ্জস্য করতে পারতাম। যদিও এটি চ্যালেঞ্জিং।
ইয়াহু নিউজ থেকে সংগৃহিত।