274912

আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল

তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষ।  এবার পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড সিরিজকে কেন্দ্র করে এটাই ছিল বাংলাদেশ দলের প্রথম অনুশীলন।  তবে প্রথমদিনের অনুশীলনের দলের গুরুত্বপূর্ণ তারকা সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ।  যুক্তরাষ্ট্র থেকে ফেরায় আপাতত রুম কোয়ারেন্টিনেই সময় কাটছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

আজ শুক্রবার অনুশীলনে নতুন করে যুক্ত হয়েছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ও লিটন দাস।  আর বোলিংয়ে যুক্ত হয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব।  এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাঁরা কেউই ছিলেন না।

জিম্বাবুয়ে সিরিজ শেষে নিজ দেশে ফিরে যান ব্যাটিং কোচ প্রিন্স।  নতুন করে বিসিবি তাঁর সঙ্গে চুক্তি করার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন তিনি।

তিন দলে ভাগ হয়ে দুপুর পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল।  ওয়ার্ম আপ, ফুটবল খেলা শেষে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন।  নিউজল্যান্ড দলও অনুশলীন শুরু করেছে।  এই অনুশীলন চলবে ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত। 

অনুশীলন শেষে নুরুল হাসান সোহান বলেন,  ‘সত্যি কথা বলতে বায়ো-বাবলে থাকা কঠিন।  কিন্তু আমার কাছে মনে হয় যে এই অবস্থায় আমাদের এটার সাথে মানিয়ে নেওয়া উচিত।  আমার কাছে মনে হয় সবাই এটা করছে। সত্যিকার শেষ দুইটা সিরিজ বায়ো-বাবলে ছিলাম তারপর রিফ্রেশ হয়ে সবাই আত্মবিশ্বাস নিয়ে অনুশীলনে এসেছে।  আমার মনে হয় সবাই মানিয়ে নিয়েছে, ভবিষ্যতে আরো ভালো হবে।‘

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর (বুধবার)।  পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।  ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।  ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

পাঠকের মতামত

Comments are closed.