274886

তালেবান শাসনামলে আফগান ক্রিকেটও চলবে শরিয়া আইনে! বললেন তালেবান মুখপাত্র

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বলে আসছে তারা দেশের ক্রিকেট খেলায় কোনো হস্তক্ষেপ করবে না।  সরকার গঠনের আগেই আভাস মিলছে তালেবানরা শরিয়াহ ভিত্তিতেই আফগান ক্রিকেট পরিচালনা করবে। 

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তাদের প্রথম শাসনামলে আফগান ক্রিকেটের উত্থান হয়।  কট্টরপন্থি গোষ্ঠী তখন একাধিক খেলা বন্ধ করে দিলেও ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করেছে।  এবার তারা আরও উদার হওয়ার প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের আগেই আভাস মিলছে আফগান ক্রিকেট চলবে তালেবানি নিয়মে!

রোববার তালেবান প্রতিনিধিদের সঙ্গে প্রথম সভার পর আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান ফারহান ইউসুফজাইকে সরিয়ে তালেবানের আস্থাভাজন আজিজউল্লাহ ফাজলিকে দায়িত্ব দেয়া হয়।  গত দুই দশক ধরে আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত ফাজলি এর আগেও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

বিশেষজ্ঞদের ধারণা, এবার তাকে বোর্ডে ফেরানো হয়েছে তালেবানদের গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য।

 

পাঠকের মতামত

Comments are closed.