274870

আফগানদের পাশে দাঁড়াতে জোলি ইনস্টাগ্রামে আসলেন

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই তিনি নেই। ব্যক্তিজীবনকে ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন অ্যাঞ্জেলিনা জোলি।  শুক্রবার তাঁর ব্যত্যয় ঘটালেন।  ইনস্টাগ্রামে একাউন্ট ওপেন করলেন  এই হলিউড তারকা।  তবে কি তাঁর ব্যক্তিগত দর্শন পাল্টে গেল? না, আসলে আফগানদের পাশে দাঁড়াতেই তাঁর ইনস্টাগ্রামে আসা।  প্রমাণ তাঁর প্রথম পোস্ট।

 

View this post on Instagram

 

A post shared by Angelina Jolie (@angelinajolie)

একটা চিঠি শেয়ার করে জোলি তাঁর পোস্টে লিখেছেন, ‘এই চিঠি আফগানিস্তানের একটি বাচ্চা মেয়ে আমাকে পাঠিয়েছে। আফগান লোকজন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতে এবং স্বাধীনভাবে মতামত তুলে ধরতে পারছে না। মৌলিক মানবাধিকারের দাবিতে সারা বিশ্বে যাঁরা লড়াই করছেন, সেসব লোকদের গল্প ও কণ্ঠস্বর তুলে ধরতেই আমি ইনস্টাগ্রামে এসেছি।’

শুক্রবারের ওই ইনস্টাগ্রাম পোস্টে ছিল এক আফগান শিশুর হাতে লেখা একটি চিঠি।  নিরাপত্তার স্বার্থে মেয়েটির নাম ও অবস্থান অস্পষ্ট করে দেওয়া হয়েছে।  ওই শিশু লিখেছে, ‘আমরা আবার বন্দী হয়ে গেলাম।  তালেবান আসার আগে আমরা সবাই ঠিকঠাক কাজে গিয়েছি, স্কুলে গিয়েছি।

সব ধরনের অধিকার আমাদের ছিল।  আমরা স্বাধীনভাবে আমাদের অধিকার রক্ষা করতে পেরেছি।  কিন্তু তারা আসতেই আমরা ভয় পেয়ে গেলাম।  আমরা মনে করি, আমাদের সব স্বপ্ন হারিয়ে গেছে।  আমাদের অধিকার লঙ্ঘিত হয়েছে।  পড়ালেখা আর কাজ তো দূরের কথা, আমরা বাইরেই যেতে পারি না।  কেউ কেউ বলছে, তারা পাল্টে গেছে।  কিন্তু আমি তা মনে করি না।  কারণ তাদের ভয়ঙ্কর অতীত আছে।

ইনস্টাগ্রামের ওই পোস্টে কয়েক আফগান নারীর ছবিও জুড়ে দিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি, সঙ্গে আফগান শরণার্থীদের নিয়ে দীর্ঘ ক্যাপশন।  তিনি জানান, এই চেষ্টা থেকে তিনি সরে যাবেন না। আফগানদের সহযোগিতা করে যাবেন।  জোলি লেখেন, ‘আশা করি আপনারাও আমার সঙ্গে যুক্ত হবেন।’

পাঠকের মতামত

Comments are closed.