274828

নতুন সরকার গঠন নিয়ে হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনায় তালেবান

আফগানিস্তানের পরবর্তী সরকার গঠন নিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং একসময় শান্তিপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া আলোচনা পরিষদের নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে আলোচনায় বসেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মুত্তাকি।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানী কাবুলের রাজনৈতিক নেতাদের সঙ্গে এই আলোচনা শুরু হয়েছে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

তবে নাম না প্রকাশের শর্তে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন একজন কর্মকর্তা।  এ আলোচনায় কারা যুক্ত রয়েছেন সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।

তালেবানের সর্বশেষ ক্ষমতার সময় আফগানিস্তানের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী ছিলেন তালেবানের নেতা আমির খান মুত্তাকি।  গত রোববার আফগানিস্তনের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে প্রেসিডেন্ট আশরাফ গনির পালিয়ে যাওয়ার আগে থেকেই আফগান রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন আমির খান।

 

পাঠকের মতামত

Comments are closed.