274768

পরীমণি-পিয়াসার মোবাইল ও ম্যাসেঞ্জারে স্ক্যান্ডালের চাঞ্চল্যকর তথ্য!

চাঞ্চল্যকর স্ক্যান্ডাল বেরিয়ে আসছে চিত্রনায়িকা পরীমণি, বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মৌ, হেলেনা জাহাঙ্গীরসহ অন্যান্যদের ডিজিটাল মাধ্যম থেকে।  তাদের মোবাইল ফোনের কল লিস্ট যাচাই বাছাই করছে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ)।  তাদের ফেসবুক, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ডিজিটাল ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সিআইডি।  জব্দকৃত মোবাইল ফোন থেকে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে অডিও রেকর্ড এবং গোপন ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে।  যেসব ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড দিয়ে পরীমণি ও পিয়াসা-মৌরা প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করে আসছিলেন।

সিআইডি’র সূত্র জানায়, গতকাল শনিবার (০৭ আগস্ট) দিনগত রাতে পরীমণি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীরসহ ৬ জনের বাড়িতে সিআইডি অভিযান চালিয়েছে।  বনানীতে পিয়াসার বাসায় অভিযান চালিয়ে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এসব বিষয়ে নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা-মৌ ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলো সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে তদন্ত করা হবে।  তদন্তে ক্ষমতাধর ব্যক্তিদের নাম এলেও তাদের কোনো ছাড় দেওয়া হবে না।  জড়িত সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেবে সিআইডি। ইতোমধ্যে চিত্রনায়িকা পরীমণি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌ’য়ের ৭টি মামলা আমাদের (সিআইডি) কাছে হস্তান্তর হয়েছে।  আসামিদের আমরা হেফাজতে পেয়েছি।  ইতোমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।  এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।  আপনারা নিশ্চিত থাকতে পারেন, আইনের মধ্যে থেকেই মামলা তদন্ত করবে সিআইডি।  সুষ্ঠুভাবে তদন্ত কাজ সম্পন্ন হবে।  যারা সত্যিকারভাবে দোষী সিআইডি তাদের খুঁজে বের করবে।

মালিবাগে সিআইডি কার্যালয়ে পরীমণি, পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীরসহ প্রত্যেককেই পৃথক কক্ষে রাখা হয়েছে।  গতকাল থেকে তাদেরকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি।  আজ সকাল থেকেও তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পরী-পিয়াসা ও মৌয়ের সঙ্গে সম্পর্ক রাখা ২১ প্রভাবশালী ও ব্যবসায়ীর বিশেষ তালিকা তৈরি করা হয়েছে।  এরমধ্যে বিতর্কিত মডেল পিয়াসার সঙ্গে ‘ইউ’ আধ্যক্ষরের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মোবাইল ফোনের কথোপথনের অডিও রেকর্ড উদ্ধার হয়েছে।  একটি ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যানের সঙ্গে মডেল মরিয়ম আক্তার মৌ’র গোপন ভিডিও রয়েছে।  পিয়াসার সঙ্গে শীর্ষ পর্যায়ের এক অলঙ্কার ব্যবসায়ীর বেশ কয়েকটি অডিও রেকর্ড পেয়েছে সিআইডি।

একটি অডিও রেকর্ডের উদ্ধৃতি দিয়ে সিআইডি কর্মকর্তা বলেন, পিয়াসাকে ‘ডায়মন্ডের’ অলঙ্কার উপহার দেওয়ার কথা বলেছেন ওই অলঙ্কার ব্যবসায়ী। এছাড়া ‘সি’ আধ্যাক্ষরের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে পরীমণিকে একটি গাড়ি উপহার দেওয়ার কথোপকথন অডিও রেকর্ড রয়েছে।  একইসঙ্গে ওই ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গেও পরীমণির গভীর সখ্যতার কথোপকথন রয়েছে।

অপরদিকে, রাজধানীর গুলশানে ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে পিয়াসার একটি ক্লাবে সময় কাটানোর ভিডিও ফুটেজ রয়েছে।  গুলশানে একটি দামী ব্র্যান্ডের পণ্য বিক্রির শোরুমের মালিকের সঙ্গে পরীমণি ও পিয়াসার বহুবার কথোপকথন হয়েছে মোবাইল ফোনে।  মদ বিক্রির দোকানের মালিক (যার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ) সঙ্গে পিয়াসার লং ড্রাইভে যাওয়ার কথোপকথন রয়েছে।  বাংলাদেশে গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) শির্ষ পর্যায়ের সাবেক নেতার সঙ্গে পিয়াসার হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কথপোকথন হয়েছে।  তার মালিকানাধীন গুলশানের গাড়ির শোরুমে চোরাই গাড়ি বিক্রি হয় এমন অভিযোগও পেয়েছে সিআইডি ও র‌্যাব।  মডেল পিয়াসা ওই চোরাই গাড়ি সিন্ডিকেটের সদস্য।  ওই শোরুম থেকে পিয়াসার সহযোগী মিশুর চুরি করা একটি গাড়িও উদ্ধার করে র‌্যাব।

সিআইডি’র এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও ফেসবুক আইডি তল্লাশি করে ২১ জন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পিয়াসা, পরীমণি ও মৌ’য়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার তথ্য মিলেছে। এর বাইরে পিয়াসার মোবাইল ফোনের কল লিস্টে বেশ কয়েকজন ব্যবসায়ীর মোবাইল নম্বর পাওয়া গেছে।  ওইসব ব্যবসায়ীকে পিয়াসা বিভিন্ন সময় ফোন করে ব্ল্যাকমেইলিং করতেন।

পাঠকের মতামত

Comments are closed.